STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 069 (The showdown 2)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

69. প্রদর্শণ-২


সুপের বাটি টেবিলে সাজানো রয়েছে কিন্তু কেউই কিছু খেল না। দুইটি আসন খালি পড়ে আছে। উক্ত আসনগুলো কি চিরদিনের জন্য খালিই পড়ে থাকবে?

মিশনারী: ‘এর কোনো মানে হয় না। ত্রিশ বৎসরের অধিক কাল ধরে আমরা এস্কিমোদের মধ্যে মসিহের বিষয় প্রচার করে আসলাম, কিন্তু তারা কোনোভাবেই বিশ্বাস করতেই চায় না। বরফের মতোই তাদের হৃদয় ঠান্ডা।’

মিশনারী মহিলা: ‘বর্তমানকার অবস্থা এই। দুইজন মিশনারী ও তিনজন এস্কিমো বরফের উপর দিয়ে স্লেজ চালিয়ে যাচ্ছিলেন অথচ তারা জানতেই পারেন নি প্রলংকারি ঢেউ উঠেছে সবকিছু লন্ডভন্ড করে দেবার জন্য। তারা মারা যাবার পর্যায়ে পড়েছে যা দেখে যাদুকর পরিহাসের হাসি হাসতে লাগলো।’

মিশনারী: ‘আমরা ক্ষান্ত হবার পাত্র নই। আমরা প্রার্থনা করে চলছি। মসিহ চাইলে তিনি তাদের উদ্ধার ও রক্ষা করতে পারেন। বেহেশতে ও দুনিয়াতে রয়েছে তার সর্বময় ক্ষমতা।’

তারা যখন প্রার্থনা চালিয়ে চলছিলেন তখনই সাগর প্রবল গর্জন করে ওঠলো। বরফের আস্তরণ চূর্ণবিচূর্ণ করে সাগরের ঢেউ প্রকাশ পেল। পাঁচজন এস্কিমো প্রাণ ভরে চিৎকার শুরু করে দিল।

মুসা: ‘বরফ ভেঙ্গে চূর্ণবিচূর্ণ হলো, আমাদের মৃত্যু অবধারিত।’

এস্কিমো: ‘কুকুরগুলোকে ইচ্ছেমতো চলতে দাও।’

মুসা: ‘যাও! নিরাপদ কিনারা খুঁজে নাও।’

কুকুরগুলো দৌড়ে চললো। পানির ফোয়ারা উর্দ্ধ আকাশ পানে উৎক্ষিপ্ত হলো। বিশাল বরফের টুকরো পথ আগলে দিল। বেহুশের মত অবস্থায় তারা বরফখন্ডে আটকে গেল। তাদের গাড়িটি ঝুলে রইল আকাশ ও পানির মাঝামাঝি। কুকুরগুলো কোনোভাবেই আর এগোতে পারছে না। মুসা ফিরে দেখলো। তার বন্ধ হবার উপক্রম। বিশাল একটা বরফের খন্ড তাদের দিকে গড়িয়ে আসছে। এটা এসে তাদের পাথরের সাথে চেপ্টা করে দিবে। মুসা মসিহের কাছে চিৎকার করে প্রার্থনা জানালো।

মুসা: ‘প্রভু মসিহ আমাদের রক্ষা করো।’

বিকট একটা শব্দে বরফের খন্ডটি তাদের স্লেজ গাড়িটি কিনারে ছুড়ে মারলো যেমন গাড়ির উপর দিয়ে স্লেজ ছুটে যায়। মুসা ও এস্কিমো! ‘বাচা গেল! আমরা বাঁচলাম।’

এরপরে আর একটা উচ্চ ঢেউ ধেয়ে এসে সবাইকে ছুড়ে মারলো। সবাই সম্পূর্ণ ভিজে গেল, তারা উপরে উঠে নিরাপদ আশ্রয়ে পৌছালো। মহাবিপদের মোকাবেলা তাদের করতে হলো ৯দিন ধরে। তার পরে বরফ আবার একত্রে জমাট বাধলো তখন তারা বাড়ি ফিরে যেতে পারলো। খোদা তাদের সুরক্ষা করেছেন। কুল্লি দূর থেকে তাদের দেখতে পেল।

কুল্লি: ‘কুপ্পা, তারা ফিরে আসছে! তারা ফিরে আসছে!’

কুপ্পা: ‘কারা?’

কুল্লি: ‘প্রচারক টিম! শক্তি প্রদর্শনে মসিহের বিজয় অবধারিত হলো।’

কুপ্পা: ‘অসম্ভব! নয় দিন পর কোনো ব্যক্তি ঝড়ের কবল থেকে ফিরে আসতে পারে না।’

যাদুকর তাদের বাহিরে গিয়ে তাদের অজান্তে দেখতে বললো। পর্যুদস্থ, কিন্তু নিরাপদ, বেঁচে আছে, বাড়িতে ফিরে এসেছে। এটাই হলো খোদার গৌরব ও কুদরত।

কুপ্পা খোদার মহিমা উপলব্ধি করতে পারলো, সে মসিহে বিশ্বাস স্থাপন করলো। তারা এতটাই খুশি হলো যেমন খুশির কারণে কেউ ছুটে গিয়ে গির্জার ঘণ্টা বাজাতে শুরু করে। তখন থেকে এস্কিমোদের মধ্যে প্রচুর লোক মসিহের উপর বিশ্বাস করলো।


লোকবল: ভাষ্যকার, প্রচারক, প্রচারিকা, মুসা, এস্কিমো, কুপ্পা, কুল্লি

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 07, 2019, at 08:47 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)