Home -- Bengali -- Perform a PLAY -- 041 (The Chief and Jesus)
41. সমাজ প্রধান ও মসিহ
জঙ্গলে চলার জন্য বড় দাও হাতে নিয়ে ও শরীরে ঝলসে যাওয়া দাগ নিয়ে ভারতের জঙ্গলের অধিবাসিদের কাছে প্রচাররক শেষ পর্যন্ত পৌঁছালেন। সূর্যালোকে পুড়ে গেল, পরিশেষে ভারতীয় গ্রামে তিনি হাজির হলেন। দলপতি তাকে উষ্ণ অভিনন্দন জানালেন।
কোনো শ্বেতকায় মসিহের বাণী নিয়ে উক্ত জাতিগোষ্টির কাছে তার পূর্বে আর কেউ পৌছায় নি। ড্রাম ধ্বনিতে গোটা এলাকাটি জড়ো করে ফেললো। প্রচারক মহাখুশিতে কাজ শুরু করলেন।
প্রচারক: ‘খোদা আমাকে আপনাদের কাছে প্রেরণ করেছেন যেন আপনারা জানতে পারেন কি করে বেহেশতে পৌছা সম্ভব।’
এ সুখবর শুনে দলপতি মহাখুশি হলেন। তিনি উঠে দাঁড়ালেন এবং কিছু নিয়ে আসার জন্য ভিতরে গেলেন।
দলপতি: ‘দলপতি তার কুঠারটি খোদাকে দিয়ে দিলেন’ তারপরে তিনি আরো অনেক কথা শুনলেন।’
প্রচারক: ‘খোদা আপনাদের মহব্বত করেন এবং তিনি চান আপনারা যেন সকলে তাঁর কাছে চলে আসেন। খোদা পূতপবিত্র আর আপনাদের কৃত পাপ তাঁর পথে অন্তরায় হয়ে আছে। পাপী ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারে না।’
এই কথায় তারা বড়ই বিষণ্য হয়ে পড়লো, কারন তিনি ঠিক কথাই বলেছেন। তারা চুরি করেছে, মিথ্যা কথা বলেছে এবং খুন করেছে, আর এসকল কাজের জন্য তারা বড়ই লজ্জ্বিত হয়ে পড়লো।
প্রচারক: ‘শোকাতুর হবার কারণ নেই। খোদা আপনাদের ক্ষমা করার জন্য প্রস্তুত।’
এ বিষয়ে খুশি হয়ে দলপতি উঠে দাঁড়ালেন, আর ভিতরে গিয়ে একটা সুন্দর কার্পেট নিয়ে হাজির হলেন।
দলপতি: ‘দলপতি খুবই খুশি খোদা তাকে মহব্বত করেন তা জানতে পেরে, তাই তিনি খোদাকে সুন্দর কার্পেট উপহার দিলেন।’
প্রচারক: ‘খোদা তাঁর পুত্রকে জগতে পাঠিয়েছেন যেন তিনি জগতের সকল মানুষকে পাপের দেনা পরিশোধ দিতে পারে।’
খোদা এতটাই করলেন, যা দেখে দলপতি গিয়ে তাঁর নিজের সবচেয়ে দামি ঘোড়াটি উপহার হিসেবে দিয়ে দিলেন।
দলপতি: ‘দলপতি তার ঘোড়াটি উপহার হিসেবে দিয়ে দিলেন। খোদাকে উপহার হিসেবে দেবার মতো আমার হাতে আর কিছুই অবশিষ্ট নেই।’
আসলেই তার কাছে অবশিষ্ট কিছ্ইু ছিল না? প্রচারক মহাসয় বলে চললেন।
প্রচারক: ‘খোদার পুত্র মসিহ স্বেচ্ছায় সলিবে আপনাদের পাপের প্রায়শ্চিত্ত শোধ দেবার জন্য প্রাণ উৎসর্গ করেছেন। তিনি আপনাদের মহব্বত করেন। তাঁর উপর বিশ্বাস স্থাপন করুন, তিনি আপনাদের সকল পাপ ক্ষমা করবেন এবং একদিন আপনারা বেহেশতে প্রবেশ লাভ করবেন।’
দলপতির চেহারা উজ্জ্বল হয়ে উঠলো।
দলপতি: ‘ওহ, আমি বুঝেছি, আমি খোদাকে আর কি দিতে পারি। আমি আমার হৃদয় তাকে দিয়ে দেব আর বিশ্বাস করি তিনি আমার জন্য প্রাণ দিয়েছেন।’
তার মতো অনেকেই তাদের হৃদয় খোদাকে দান করেছে, বিশ্বাস করেছে এবং শান্তিতে নিজ নিজ তাবুতে ফিরে গিয়েছে। তোমরাও কি তাদের মতো খুশি হতে চাও? তবে দলপতির মতো দৃষ্টান্ত স্থাপন করে মসিহের উপর বিশ্বাস স্থাপন করে।
লোকবল: ভাষ্যকার, প্রচারক, দলপতি
© Copyright: CEF Germany