STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 007 (On the winner’s side)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

7. বিজয়ের পক্ষে


পলেষ্টিয়রা পুনরায় ইস্রায়েল জাতির বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়লো। দাউদের বড় ভাই সম্মুখের লাইনে অবস্থানরত। তিনি তাদের খাবার পরিবেশনের কাজে নিয়োজিত, আর তারা কিভাবে যুদ্ধ চালাচ্ছে তা দেখতো। তিনি যখন যুদ্ধের ময়দানে এসে পড়লেন তখন তিনি সত্যিকার এক দানবাকৃতির মূর্তি দেখতে পেলেন, কমপক্ষে ১০ ফুট লম্বা। যা ছিল বিপরীত পক্ষে অর্থাৎ শত্রুপক্ষে। তার নাম ছিল গলিয়াথ। ইস্রায়েল জাতিকে গালমন্দ দিচ্ছিল আর দিচ্ছিল অভিশাপ। সকল সৈনিক তাকে দেখে ভয় পেয়ে গেল এমনকি রাজা শৌল পর্যন্ত। খোদা সবার চেয়ে যে অধিক শক্তিধর সে কথা তারা কি তা ভুলে গিয়েছিল?

গলিয়াথ: ‘হে বাকহীন ইস্রায়েল। তোরা ঘাবড়ে গেছিস! হা হা হা। আমি তোর মাংস পাখীর খাবার বানাবো। তোর খোদা তোর কোনো কাজে আসবে না। তার চাইতে আমি অনেক শক্তিধর।’

দাউদ: ‘তোমরা কি সব কথা শুনেছো? খোদাকে নিয়ে সে তামাশা করছে! তাকে কি এভাবে খোদাদ্রোহী কথা বলার সুযোগ দিবে?’

পলেস্টিয়দের এমন টিটকারীতে দাউদ বড়ই অস্থির হয়ে পড়লেন। ইস্রায়েলদের নিয়ে টিটকারী এক কথা কিন্তু খোদাকে নিয়ে টিটকারী অত্যন্ত মারাত্মক বিষয়। সে সীমা ছেড়ে অনেক দূর চলে গেছে।

তাৎক্ষণিক দাউদ রাজা শৌলের কাছে গিয়ে গলিয়তের বিরুদ্ধে যুদ্ধের অভিপ্রায় জানালেন।

যুদ্ধ জয়ের বিষয়ে দাউদ নিশ্চিত ছিলেন। তিনি কেবল রাখালের ব্যবহৃত থলে ও ফিংগা ও পাথর তুলে নিলেন, আর গলিয়তের দিকে চলতে শুরু করলেন।

খোদার শক্তি সবচেয়ে বেশি এই জ্ঞানই তাকে অসীম সাহস যুগিয়েছে।

অনেক সৈন্য নিজেদের চোখকে বিশ্বাস করতে পারেনি রাখাল বালকের কর্মকান্ড দেখে। তাদের নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম হলো।

গলিয়াথ ক্রমেই কাছে আসল।

গলিয়াথ: ‘আমি কি কুকুর যে লাঠি নিয়ে আমার সামনে এসেছো? তুই কি ভাবছিস তোর খোদা তোকে রক্ষা করবো? হা হা হা, তোর খোদার চাইতে আমি অনেক শক্তিধর, আমি তোকে হত্যা করবো।’

দাউদ: ‘তুমি আমার কাছে তরবারি ও ঢাল নিয়ে এসেছো, কিন্তু আমি তোর কাছে এসেছি খোদার শক্তিতে ভর করে, যাকে তুই টিটকারী দিয়েছো ও অভিশাপ দিয়েছো। তোর চেয়ে তিনি মহাশক্তিশালী! আমি তোকে পরাজিত করে বিশ্বের কাছে প্রমাণ করে দেব আমরা জীবন্ত খোদার সেবা করি।’

দাউদ তার ফিংগা তুলে নিয়ে ঘুরাতে লাগলেন ... (ফিংগা ঘুরানোর শব্দ)

গলিয়াত: ‘ও ও ও!’ (পতনের শব্দ)

দাউদের ফিংগার পাথর সোজাসুজি গলিয়াথের মাথায় আঘাত করলো। সে ধরাশায়ী হলো ও মারা গেল। খোদার বিরুদ্ধে অভিশাপ দিয়ে গলিয়াথের কি লাভ হলো? শেষ পর্যন্ত কে হলেন সর্বশক্তিমান খোদাই হলেন সবচেয়ে বেশি শক্তিশালী।


লোকবল: বর্ণনাকারী, গলিয়াথ, দাউদ

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 02, 2019, at 06:22 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)