STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 008 (Earthquake at midnight)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

8. মধ্যরাতে ভূকম্পন


বাজারে এবং পথে ঘাটে তাঁরা সবসময় ঘোষণা দিয়ে ফিরতেন।

পৌল: ‘খোদা আপনাদের মহব্বত করেন। তিনি তার পুত্রকে এ জগতে পাঠিয়েছেন। ঈসা মসিহের উপর ঈমান আনুন, আপনারা নাজাত লাভ করবেন।’

লিডিয়া এ কথা বিশ্বাস করলেন আর আনন্দের সাথে মসিহের বিসয় শুনতে থাকলেন। অন্যরা ক্ষিপ্ত ও ক্রদ্ধ হয়ে চেচামেচি শুরু করলো।

লোকজন: ‘তারা হট্টগোল চেচামেচি শুরু করলো। আমরা তোমাদের এ কথা শুনতে চাই না। এখান থেকে তোমরা বেরিয়ে যাও।’

পাথর ছুড়ে মারলো। হঠাৎ করেই উপস্থিত জনতা খোদার দূতদের বিরুদ্ধে মারমুখি হয়ে ওঠলো। ক্রুদ্ধ লোকজন পৌল ও শীলের কাপড়-চোপড় ছিড়ে উলঙ্গ করে বেত্রাঘাত করলো। তাদের পিঠে ক্ষত হয়ে গেল, ফুলে উঠলো বেত্রাঘাতে, কেননা তার সাথে কাঁটা বসানো ছিল। তাদের অন্ধকারাচ্ছন্ন জেলখানার কোঠায় শেতস্যাতে স্থান হাড়ি কাঠে হাত পা বেধে বন্দি করে রাখলো। সবকিছুই কষ্টদায়ক আর তাদের পিঠ ব্যথায় যন্ত্রনায় জ্বলে যাচ্ছিলো।

কিতাবুল মোকাদ্দসে আমরা দেখতে পাই তারা কোনো অভিযোগ করলেন না অথবা বললেন না, ‘খোদা কেন এমন মারাত্মক অবস্থা আমাদের উপর পাঠালেন?’ পরিবর্তে তারা খোদার উদ্দেশ্যে রাত্রিতে প্রশংসার গান গেয়ে চলছিলেন। তখনই আশ্চর্য ঘটনা ঘটে গেল। খোদা একটি মারাত্মক ভূমিকম্প পাঠিয়ে তাদের সাহায্য করলেন। তাদের শিকল খুলে গেল, আর জেলখানার দরজা খুলে গেল। এতটাই জোরে আওয়াজ হয়েছিল ফলে কারারক্ষী জেগে উঠলো। তার প্রথম নজর পড়লো কয়েদিদের দিকে, হয়তো তারা সকলে পালিয়ে গেছে। সে ভিষণ ভয় পেয়ে গেল, আত্মহত্যা করার জন্য উদ্দত হলো। ছোড়া হাতে তুলে নিল...

পৌল: ‘থামুন, নিজের ক্ষতি করবেন না। আমরা সকলে এখানে আছি।’

আসলেই কেউ পালিয়ে যায় নি। ভয়ে কাপতে লাগলো, কারা রক্ষক পৌলের পায়ের উপর উবুর হয়ে পড়ে রইল।

কারারক্ষক: ‘নাজাত পাইতে হলে আমাকে কি করতে হবে?’

পৌল: ‘আপনাকে কিছুই করতে হবে না। মসিহ আপনার জন্য সবকিছু সম্পন্ন করে রেখেছেন। তার বিষয়ে বিশ্বাস করুন তবেই আপনি নাজাত পাবেন।’

এটা বড়ই সহজ বিষয়। কারা রক্ষক বিশ্বাস করে সম্পূর্ণ বদলে গেলেন। তিনি আর কয়েদিদের উপর নির্যাতন করলেন না বরং তিনি খাবারের জন্য খাদ্য পরিবেশন করলেন এবং তাদের ক্ষতস্থানে ঔষধ লাগিয়ে দিলেন।

পরদিন সকালে বিচারক লোক পাঠালেন কারারক্ষকের কাছে যেন উক্ত কয়েদিদ্বয়কে মুক্ত করে দেন। পরে অন্যায়ভাবে পৌল আর শীলের সাথে খারাপ আচরণের জন্য তারা নিজেরা চলে এসে তাদের কাছে ক্ষমা চাইলেন। এরপরে পৌল আর শীল অনেক স্থানে প্রচার করে ফিরলেন এবং অনেকেই তা শুনতে পেলেন।

পৌল: ‘প্রভু মসিহের উপর ঈমান আনুন আপনারা নাজাত লাভ করবেন আর লাভ করবেন অনন্ত জীবন।’


লোকবল: ভাষ্যকার, পৌল, লোক, কারারক্ষী

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 02, 2019, at 06:21 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)