Home -- Bengali -- Perform a PLAY -- 114 (An angel came)
114. ফেরেশতার আবির্ভাব
মার্ক কম্বলের মধ্যে সুয়ে আছে। একটা উৎসাহব্যঞ্জক বই তাকে আকৃষ্ট করেছে। (কলিংবেলের শব্দ)
মার্কঃ ‘এ সময়ে কে আবার দরজায় দাঁড়িয়ে?’ (কলিং বেলের শব্দ)
মার্কঃ ‘আলেস্ক, তুমি কি এসেছ? কোথা থেকে এসেছো?’
চমকিয়ে দেবার প্রচেষ্টা সফল হলো। মার্ক নিরব হয়ে গেল। তার ঘনিষ্ট বন্ধু দুই বৎসর পূর্বে চলে গিয়েছিল, তারপর এতটা সময় কেউ কাওকে আর দেখে নাই।
ইস্রায়েলের এক যুবতি সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে এক আগন্তুকের দর্শন পেল। কোনো যোগাযোগ ছাড়াই হাজির। হঠাৎ করে আগন্তুক তাঁর সামনে হাজির: একজন ফেরেশতা!
এভাবেই খোদার উপস্থিতি ঘটে। তিনি হঠাৎ করেই হাজির হন। কেউ যখন তাঁর আগমন প্রত্যাশা না করে ঠিক তখনই তিনি হাজির হন।
মরিয়ম আশ্চর্য বোধ করলেন।
ফেরেশতাঃ ‘ভয় পেও না, মরিয়ম। খোদা তোমাকে মহব্বত করেন।’
খোদা আমাদের কাছে এসে কথা বলেন। এখন পর্যন্ত সে একইভাবে তিনি প্রত্যেকের সাথে কথা বলেন। তিনি তার কালামের মাধ্যমে অর্থাৎ বাইবেলের মাধ্যমে আমাদের সাথে কথা বলেন। কখনো কখনো কুদরতি কাজের মধ্য দিয়ে কথা বলেন, কখনোবা অন্য লোকের মাধ্যমেও কথা বলে থাকেন। এমন একটা সময় ছিল যখন বাইবেলে ছিল না, তখন মাঝে মধ্যে স্বপ্নের মাধ্যমে কথা বলতেন অথবা ফেরেশতা পাঠিয়ে লোকদের সাথে কথা বলতেন।
ফেরেশতাঃ ‘মরিয়ম, খোদা তোমার সহবর্তি। তুমি একটি পুত্র সন্তান জন্ম দিবে। তুমি তার নাম মসিহ রাখবে।’
মরিয়মঃ ‘তা কেমন করে সম্ভব হবে? আমি বিবাহিত নই, আমার কোনো স্বামী নেই।’
ফেরেশতাঃ ‘খোদার কুদরত তোমার মধ্যে কার্যকর হবে। পাকরূহের আবির্ভাব তোমার উপরে পড়বে। আর সে কারণে তোমার যে পুত্র হবে তাকে খোদার পুত্র বলে ডাকা হবে।’
মরিয়মঃ ‘আমি খোদার সেবা করবো। তোমার বাক্যানুযায়ী সবকিছু আমার মধ্যে কার্যকর হোক।’
খোদার কুদরত বাস্তবায়িত হলো। বেথেলহেমে এক আস্তাবলে খোদার পুত্রের জন্ম হলো। মসিহের মাধ্যমে খোদা আমাদের কাছে নেমে আসলেন।
খোদা আমাদের কাছে আসলেন যেন আমরা তার সাথে যুক্ত হতে পারি।
মাঝেমধ্যে আমি শুভ বড়দিন উদযাপন করেছি, কিন্তু এ কুদরত আমাকে নিয়ত মোহিত করে তোলে। মহান খোদা মানুষরূপে আমাদের কাছে নেমে এসেছেন। ঈসা মসিহের মাধ্যমে, খোদা আমাদের কাছে হাজির হলেন, এতটাই কাছে যার ফলে লোকজন তাকে দেখতেও পারে ও স্পর্শও করতে পারে। মাঠের রাখালগণ এর ফলে বড়ই আনন্দিত হতে পেরেছিলেন। খোদা আমাদের কাছে আসেন, আর মসিহের মাধ্যমে তিনি তোমাদের সাথেও যুক্ত থাকেন।
তুমি কি তাঁকে আহ্বান জানাবে তোমার জীবনে বাস করার জন্য? প্রার্থনার মধ্যদিয়ে তুমি তাকে আহ্বান জানাতে পারো। এভাবে প্রার্থনা করোঃ
মার্কঃ ‘প্রভু মসিহ, অনুগ্রহ পূর্বক আমার জীবনে তুমি আস। তোমার জন্য আমার হৃদয় দুয়ার খুলে দিয়েছি। আমি তোমার সাথে থাকতে চাই। আমার প্রতি তোমার অসীম প্রেমের জন্য ধন্যবাদ জানাই।’
খোদা তোমার কাছে আছেন বিধায় তুমিও তাঁর সাথে যুক্ত থাকতে পারো।
লোকবলঃ ভাষ্যকার, মার্ক, এলেক্স, ফেরেশতা, মরিয়ম
© Copyright: CEF Germany