STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Bengali -- Perform a PLAY -- 123 (The runaway) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- BENGALI -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- Tamil -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য নাটক
123. পলাতককিছুদূর গিয়ে পাথরে হোচট খেয়ে পায়ে আঘাত লাগে ক্ষত হয় কাটাবনের মধ্যে। অনিসিমাস (হাপাচ্ছে): ‘আমাকে উঠে দাড়াতে হবে। আমি বড়ই ক্লান্ত। প্রত্যেকদিন কাজ করার আমার আর ইচ্ছে নেই। আমি আবার নতুন জীবন শুরু করবো। অনেক, অনেক দূরে গিয়ে। তবে আমাকে সাবধান হতে হবে যাতে পূনরায় আমি ধরা পরে না যাই।’ পলাতক ক্রীতদাসদেব শাস্তি হয় মারাত্বক। শরীরের যেকোনো স্থানে পুড়ে লাল করা বা মারাত্বক লোহার দাগ দেয়া হয় অথবা হিংস্র পশুর খাদ্যে পরিণত হয়। এই চিন্তাটি অনিসিমাসকে আরো দ্রুতবেগে ছুটতে শক্তি যোগিয়েছিল। তার নামের অর্থ হল উপকারি। যে কেউ চুরি করে ভেগে যায় তার ক্ষেত্রে এ নামটির কোনো তাৎপর্য থাকে? সে নতুন জীবনের স্বপ্ন দেখছিল যা বিদেশে গিয়ে অতিবাহিত করবে। সে রোম শহরে গিয়ে পালিয়ে থাকতে চেয়েছিল। কিন্তু কে ভেবেছিল, বিশাল জন সমুদ্রের মধ্যে তার মনিবের বন্ধুর হাতে ধরা পড়বে? পৌলঃ ‘ভালো, ভালো তুমি পালিয়ে এসেছো।’ অনিসিমাসঃ ‘জীবনে আমি অন্য কিছু করতে চাই, ক্রীতদাস হিসেবে আর থাকতে চাই না।’ পৌলঃ ‘আর, তুমি কি এখন নতুন জীবন নিয়ে খুশি হতে পারছো?’ অনিসিমাসঃ ‘বাস্তবে, আমি অনুমান করেতে পেরেছি অনেক পার্থক্য হবে। যদি আমি পালিয়ে যেতে পারি। তবে অর্থনৈইতিক বিষয় একটি বড় ভাবনা... আমি মনে করি খুব একটা খারাপ অবস্থায়... ছিলাম না।’ পৌলঃ ‘অনিসিমাস, ভুল পথে তুমি নতুন জীবনের অন্বেষণ করে ফিরছো।রোম শহরে এসেই অনিসিমাস বুঝতে পেরেছে কেবল মসীহের মধ্যেই লাভ করা সম্ভব নতুন জীবন। কেননা তিনি আমাদের পাপ ক্ষমা করে দিয়েছেন আর নতুন মানুষ হিসেবে গড়ে তুলেছেন। তুমি কি মনে করতে পারো আবার তুমি জীবন শুরু করতে পারবে? মসিহ তোমাকে নতুন জীবন দান করবেন। যারাই তাদের পাপ স্বীকার করে মসীহের উপর বিশ্বাসে আস্থাবান হয় তাদের সকলকেই তিনি অনন্ত জীবন দান করেন। অনিসিমাস এ নতুন জীবন গ্রহণ করলেন। তার পর তার কি হলো? পৌলঃ ‘তোমার মালিক ফিলিমের কাছে ফিরে যওয়াই হবে সর্বোত্তম কাজ।’ অনিসিমাসঃ ‘ফিরে গেল কি?’ পৌলঃ ‘উদ্বেগের কোনো প্রোয়োজন নেই। তোমার পক্ষে আমি তার জন্য চিঠি লিখব। সে আমার বন্ধু। তিনিস মসীহকে মহব্বত করেন আর তোমাকে সেচ্ছায় বরণ করে নিবেন।’ আর নিশ্চিতভাবে নিশ্চিন্তে অনিসিমাস ফিরে গেল। ফিলিমনঃ ‘তুমি পুনরায় ফিরে এসেছো। তোমাকে আমরা সর্বত্র খুঁজে ফিরেছি।’ অনিসিমাসঃ ‘এই পত্রটি আপনার জন্য নিয়ে এসেছি।’ ফিলিমনঃ ‘প্রিয় ফিলিমন, অনিসিমাসকে আমি ফেরত পাঠালাম। মসিহের সাথে সে নতুন জীবন শুরু করেছে। কোনোভাবে যদি সে তোমার ক্ষতি করে থাকে, তার মূল্য আমি দিয়ে দেব, আর সবকিছু সুন্দর মতো চালাও।’ অনিসিমাসকে যথাযথ গ্রহণ করলেন আর সেও আনন্দের সাথে ফিলিমনের সাথ চলতে শুরু করলো। মসিহের মাধ্যমে সেই পুরাতন স্থানেই সে নতুন জীবন যাপন করার সুযোগ পেল। লোকবলঃ ভাষ্যকার, অনিসিমাস, পৌল, ফিলিমন © Copyright: CEF Germany |