Home -- Bengali -- Perform a PLAY -- 168 (All is well with Terry 6)
168. টেরির পক্ষে সবকিছুই উত্তম-৬
ফিলিপ ও রূথ গভীর ঘুমে আচ্ছন্ন। অনেকগুলো পায়ের শব্দ তারা শুনতে পেল না। তারা জানতো না যে ডাক্তার সারারাত টেরির বিছানার পাশে বসে ছিলেন।
মসিহ, যিনি উত্তম মেষপালক, নিরবে অদৃশ্য হস্তে টেরিকে তার কাছে বেহেশতে তুলে নিলেন।
পরের দিন সকাল বেলা যখন রূথ শুনলো যে টেরি মারা গেছে, সে তখন কান্নায় চিৎকার জুড়ে দিল। সে এবং ফিলিপ তাদের উত্তম বন্ধুকে হারালো।
তার কবরে পালক রবিঞ্জার মসিহের গল্প সকলকে শুনিয়ে পাঠ করলেন, যিনি উত্তম মেষপালক। অন্তেষ্টিক্রিয়ার পরে শোকর্ত রূথ বনের পথ ধরে চলে গেল। টেরি যে আর বেঁচে নেই সে বিষয়টি নিয়ে ভাবতে হৃদয়ে বড়ই বেদনা জাগে। টেরি আর বেঁচে নেই, সে ইচ্চে মতো বৃক্ষের তলে বসে কাঁদতে থাকলো।
মিষ্টার টানারঃ ‘রূথ, কেন তুমি ক্রন্দন করছো?’
মিষ্টার টানার সহসাই তার পাশে এসে দাড়ালো। তৃণক্ষেত্রের সবকটা মেষের মালিক তিনি। রূথ সবঘটনা তাকে খুলে বললেন।
রূথঃ ‘আমি প্রায়শঃ প্রার্থনা করি। কিন্তু তাতে কোনো সাহায্যে আসে না। যে ভাবেই হোক টেরি মারা গেল।’
মিষ্টার টানারঃ ‘তুমি কি মনে করো মসিহ একটা ভুল কাজ করেছেন? তোমার কি ধারণা, আমার পালের কোনো একটা মেষ বড়ই দুর্বল, আর তাকে সুস্থ সবল করার জন্য সবচেয়ে সুন্দর তৃণক্ষেত্রে নিয়ে আসি যার ফলে আগের চেয়ে সুস্থ তরতাজা মোটাসোটা হতে পারে?’
রূথ বিষয়টি বুঝতে পারলো।
মিষ্টার টানারঃ ‘মসিহ টেরিকে এমন একটা উত্তম স্থানে নিয়ে এসেছেন যেথা আরো উত্তমভাবে কাজ করতে পারে। সে জন্য তোমাকে তাঁর জন্য শোকার্ত হতে হবে না।’
রূথঃ ‘কিন্তু তারা তো তাকে মাটির মধ্যে কবর দিয়েছে। কেমন করে সে উত্তম মেষপালকের সাথে যুক্ত হলো?’
মিষ্টার টানার একটা কাজুবাদাম হাতে তুলে নিলেন।
মিষ্টার টানারঃ ‘লক্ষ্য করো, রূথ! বাদামের হালকা খোসাটা কোনো মূল্য বহন করে না, কিন্তু জীবন থাকে অন্তরে। আর সেখান থেকে একটা নতুন গাছের জন্ম হয়। তুমি টেরির দেহটাকে তুলনা করতে পারো বাদামের ছিলকা বা ধানের তুষের সাথে। ছিলকাটি মাটিতে পড়ে থাকবে ওটির কোনো প্রয়োজন পরবে না টেরির। কিন্তু তার অন্তরটি তার প্রকৃত জীবন মসিহের সাথে হয়ে গেছে যুক্ত। সেখানে তার একটি নতুন দেহ জড়াব্যধি জ্বালাযন্ত্রনা বিহীন, যাকে স্পর্শ করতে পারছেনা। এ বিষয়ে চিন্তা করো রূথ।’
বাড়িতে ফিলিপ খেয়াল করলো, রূথ আর কোনো বিলাপ করছে না।
ফিলিপঃ ‘রূথ, তোমাকে ধন্যবাদ উক্ত মেষপালকের বিষয় আমাকে বলার জন্য, ফলে আমি তাঁর বিষয়ে জানতে পেরেছি। টেরি এখন তাঁর সাথে সেখানে আছে। আর আমরাও কোনো একদিন তাঁর কাছে পৌছে যাবো।’
রূথঃ ‘আগামিকল্য স্কুলে ছেলে-মেয়েদের কাছে উত্তম মেষপালকের বিষয়ে গল্প করবো যেন তারাও তার বিষয়ে পরিষ্কার ধারণা রাখতে পারে।’
তুমি কার কাছে মসিহের বিষয় জানাবে যে তিনিই হলেন উত্তম মেষপালক?
লোকবলঃ ভাষ্যকার, মিষ্টার টানার, রূথ, ফিলিপ
© Copyright: CEF Germany