Home -- Bengali -- Perform a PLAY -- 127 (Too late)
127. যবনিকা
তারা কিনারে পৌছে নৌকা থেকে ঘাটে নামলেন। শেষ পর্যন্ত যায়িরের প্রচন্ডভাবে প্রয়োজন মসীহের নৈকট্য।
জনভিরের মধ্যে সে ছুটে গেলেন মসীহের কাছে আর তার পাদপ্রান্তে উবুর হয়ে পড়লেন।
যায়িরঃ ‘আমার কন্যা মৃত প্রায়। দ্রুত আসুন। অনুগ্রহ পূর্বক আপনার হাত রাখুন তার উপর তাতেই সেরে উঠবে।’
মসিহ তার সাথে গেলেন। তাদের দ্রুত যাওয়া প্রয়োজন ছিল। হঠাৎ পথিমধ্যে দাঁড়ালেন কেন?
মসিহঃ ‘কে আমাকে স্পর্শ করেছে?’
লোকজনঃ ‘আমি না, প্রত্যেকে আপনাকে ঠেলা ঠেলি করে চলছে।’
মসিহ চারদিকে তাকিয়ে দেখতে পেলেন একজন মহিলা তার পিছনে ভীতপ্রকম্পিত অবস্থায় দাঁড়িয়ে আছে।
মহিলাঃ ‘আমি আপনার চাদরের ঝালর স্পর্শ করতে চেয়েছি। বারো বৎসর ধরে আমি অসুস্থ। কোনো ঔষধ বা ডাক্তার আমাকে সুস্থ করতে পারে নি। আমি আমার সবকটা টাকা সুস্থ হবার জন্য ব্যয় করেছি। কিন্তু যখনই আপনার চাদরের ঝলর স্পর্শ করেছি, সাথে সাথে আমি সুস্থ হয়ে ওঠেছি।’
মসিহঃ ‘তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করে তুলেছে। ভয় পেও না।’
বিশ্বাস সাহায্য করে! মসিহে বিশ্বাস স্থাপন করে তোমাদের হতাশ হতে হবে না। তোমরা কি মনে করো কখনো কখনো এমনটি ঘটতে পারে?
সংবাদ বাহকঃ ‘যায়ির কোথায়? যায়ির, আপনার জন্য সংবাদ এনেছি: আপনার কন্যাটি মারা গেছে।’
তার বয়স মাত্র ১২ বৎসর ছিল। যায়িরের বিশ্বাস প্রায় উবে যাচ্ছিল যেমন প্রবল ঝড়ো বাতাসে একটি মোমের আলো নিভে যায়।
মসিহঃ ‘ভীত হবেন না, পরিবর্তে আমার উপর আস্থা রাখুন।’
মসিহের এই প্রত্যয়োক্তি তার বিশ্বাস পুনরায় জাগ্রত করে তুললো। তারপর যায়িরের বাড়িতে পৌছালেন। বাড়ি থেকে বিলাপ ও কান্নার শব্দ সহজেই শুনা যাচ্ছিল রাস্তা থেকে।
মসিহঃ ‘আপনারা বিলাপ করেছেন কেন? শিশুটি মারা যায় নি।’
সকলে মসিহকে নিয়ে তামাশা শুরু করলো। তারা সকলে নিজেদের চোখে দেখেছে। মসিহ সকলকে দূরে সরিয়ে দিলেন। কেবল পিতা-মাতা ও সাহাবিদের মধ্য থেকে তিনজনকে তাঁর সাথে নিয়ে বালিকার শোবার ঘরে যেখানে তাকে রাখা হয়েছিল সেখানে চলে গেলেন। সম্পূর্ণ নিরব-নিস্তব্ধ ছিল ঘর খানা। যায়ির কি মসিহের কথা মনে করছিলেন; ‘ভয় পাবেন না। পরিবর্তে আমার উপর বিশ্বাস রাখুন?
এ ঘটনার মাধ্যমে আমাদের বিশ্বাসের বস্তু কি হতে পারে?
মসিহ বিছানার কাছে গেলেন, মৃত কন্যার হাত ধরলেন।
মসিহঃ ‘টালিযা কুমি! হে কন্যা উঠে দাড়াও!’
পিতা-মাতা দেখতে পেলেন কিভাবে মেয়েটি চোখ খুলে তাকালেন আর বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন।
মসিহঃ ‘তাকে কিছু খেতে দিন।’
প্রভু এ কথা বললেন, তিনি রোগ সুস্থ করেন! তিনি মৃতকেও জীবন দান করেন!
এ কারণেই আপনাদের জীবনে যা কিছু ঘটে ভয় পাবেন না, পরিবর্তে তার উপর বিশ্বাস রাখুন।
লোকবলঃ ভাষ্যকার, যায়ির, মসিহ, একটি লোক, মহিলা, বার্তা বাহক
© Copyright: CEF Germany