STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 072 (Sensation on the sea)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

72. সমুদ্রে অনুভূতি লাভ


গালিল সাগরের উপরের একটা অনুভূতি!

পিতরঃ ‘মসিহের বিষয়ে আমি এতটাই উৎফুল্ল, বিশ্বাস করতে আমার কষ্ট হয়, মাত্র পাঁচটি রুটি, আর দুটি মাছ দিয়ে দিয়ে তিনি পাঁচ হাজারের অধিক লোককে তৃপ্তিসহ ভোজন করালেন, তাদের সাথে মহিলা ও শিশুরাও ছিল। পরিপূর্ণভাবে তারা পেট ভরে খেলো।’

সাহাবিঃ ‘তোমরা কি লক্ষ্য করেছো কত অধিক পরিমাণে অবশিষ্ট রয়ে গেল? যা দিয়ে শুরু করলেন তার চেয়ে অনেক বেশি পরিমাণে ছিল।’

পিতরঃ ‘উত্তম, সামান্য জিনিস দিয়ে তিনি প্রচুর পরিমাণে বাড়াতে পারেন।’

খোদার পুত্র মসিহ একক, তার তুলনা হয় না। সামান্য কিছু থেকে অসামান্য বিশাল জিনিস তৈরি করার ক্ষমতা তিনি রাখেন।

তিনি যে সকল কুদরতের কাজ সম্পন্ন করেছেন তা দেখে লোকজন অভিভূত হয়ে বিকেলে আপন আপন বাড়িতে ফিরে গেল। তারপরে মসিহ সাহাবিদের আলোচনায় সামিল হলেন।

মসিহঃ ‘নৌকায় চড়ে অন্য পারে চলো।’

তিনি নিজে নৌকাতে উঠলেন না, একটি পাহাড়ে প্রার্থনার জন্য উঠলেন। সাহাবিরা মসিহকে ছাড়া রাত ভর দাড় টেনে হৃদের একপার থেকে অন্যপারে যাচ্ছিল। হঠাৎ একটা ঘুর্ণীঝড় উঠল। জেলেরা তাদের পাল নামিয়ে নিল। ঢেউয়ের প্রথমটি নৌকায় আছড়ে পড়লো। এই ভিতিকর পরিস্থিতিতে মসিহ যদি তাদের সাথে থাকতেন। তারা সকলে এতটাই ভীত ও চিৎকার শুরু করে দিল। কিন্তু পরিস্থিতি উত্তরোত্তর দুর্যোগপূর্ণ হয়ে চললো।

পিতরঃ ‘ওখানে দেখতে পাচ্ছো? ভুতের প্রতিকৃতি!’

সাহাবিগণঃ ‘আমি মোটেও সহ্য করতে পারছি না।’

সাদা একটা বস্তুবৎ জলের উপর দিয়ে সোজাসুজি তাদের নৌকার কাছে এসে হাজির হলো। সাহাবিগণ চিৎকার করে উঠলেন। আসলে তা কোনো ভুত ছিল না।

মসিহঃ ‘সাহস রাখ, আামিই তোমাদের কাছে এসেছি! ভয় পেয়ো না!’

সাহাবি কন্ঠস্বর চিনতে পারলেন। সে তো মসিহ। পিতরই সাহস করে প্রথম কথা বললেন।

পিতরঃ ‘প্রভু, সত্যিই যদি আপনি হয়ে থাকেন তবে জলের উপর দিয়ে হেটে আপনার কাছে আসতে আমাকে অনুমতি দিন।’

মসিহঃ ‘আসো!’

আশ্চর্যের বিষয়! পিতর নৌকা থেকে জলে নেমে প্রভুর দিকে হেঁটে চললেন। যতক্ষণ তিনি তার নজর প্রভুর দিকে নিবদ্দ রাখলেন ততক্ষণ পর্যন্ত সে হেটেই চললেন সুন্দরভাবে। যেই মুহুর্তে তার নজর ঢেউয়ের উপর পড়লো অমনি ডুবতে লাগলো।

পিতরঃ ‘প্রভু, আমাকে বাঁচান, আমাকে তুলে নিন। প্রভু তাঁর হাত বাড়িয়ে পিতরকে ধরলেন, তাকে বাঁচালেন।’

মসিহঃ ‘আমার উপর আস্থা রাখো। তোমার পুরো হৃদয়ের দায়িত্ব আমার হাতে তুলে দাও।’

পিতর মসিহের সাথে পুনরায় নৌকায় উঠলেন। ঝর থেমে গেল আর ঢেউ শান্ত হলো।

সকলেই এ কুদরতের মসিহের সামনে সেজদায় অবনত হলেন।

পিতরঃ ‘আপনি খোদার পুত্র!’

মসিহ হলেন অদ্বিতীয় খোদার পুত্র। তার পক্ষে অসম্ভব বলতে কিছুই নেই। তিনি চান না যে আপনি জলের উপর দিয়ে হেটে বেড়ান। কিন্তু মসিহ যেখানে থাকেন আপনিও সেখানে উপস্থিত হোন।

প্রত্যেকটি পরিস্থিতিতে তিনি আপনাকে সাহায্য করবেন ও পরিচালনা দান করবেন।


লোকবলঃ ভাষ্যকার, পিতর, সাহাবি, মসিহ

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 09, 2019, at 12:04 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)