Home -- Bengali -- Perform a PLAY -- 071 (The cast-your-cares hint)
71. উদ্ধেগ ঝেড়ে ফেলার ইঙ্গিত
কতইনা চমৎকার হয় যদি আমাদের আর কোনো উদ্ধেগ উৎকণ্ঠা অবশিষ্ট না থাকে।
বালিকা: ‘আমি চাই আর যেন কোনো যুদ্ধ সংঘটিত না হয়।’
বালক: ‘আর যেন কোনো দুর্ঘনা বা ক্যান্সার না থাকে।’
বালিকা: ‘পিতা মাতার মধ্যে যেন আর ছাড়াছাড়ি না হয়।’
বালক: ‘আমি চাই আর কোনো শিশু অনাহারে না কাটায়।’
যদি তেমনটি সত্যি হতো, তবে কতইনা মজাদার হতো বিষয়টি!
কখনো কখনো আমি এমন অবস্থা কামনা করি! হয়তো তুমিও? কিন্তু যতদিন আমরা এ পৃথিবীতে বসবাস করবো, ততদিনে এ ধরণের স্বপ্নগুলো পূরণ হবার নয়।
তবে তোমাদের জন্য আমার কাছে সুখবর আছে; তোমাদের উদ্ধেগ উৎকণ্ঠার সময় তোমাদের একা একা ফেলে যাবেন না, সঙ্গে সঙ্গে থাকবেন তেমন এক মহান ব্যক্তি উপস্থিত। তিনি মসিহ! কি করে তার বিষয় আমি জানলাম? পিতরের কাছ থেকে।
কিতাবুল মোকাদ্দসে পিতরের লেখা একখানা পত্র রয়েছে, উক্ত পত্রে তিনি লিখেছেন; তোমাদের সমস্ত চিন্তা-ভাবনা উদ্বেগ উৎকণ্ঠা মসিহের উপর ছেড়ে দাও, কেননা তিনি তোমাদের বিষয়ে চিন্তা করেন। পিতর নিজের অভিজ্ঞতার আলোকে কথা বলেছেন। কোনো এক সময় তাঁর শাশুড়ি ভীষণ অসুস্থ হয়ে ছিলেন। তার জ্বরের তাপমাত্রা মারাত্মক ধরণের ছিল, বিছানায় শুয়ে ছিলেন। কোনো চিকিৎসা ব্যবস্থাই তাঁর জ্বর নিরাময় করতে পারে নি। পিতর এবং তাঁর স্ত্রী তার বাঁচার সকল আশাই ছেড়ে দিয়েছিলেন। কিন্তু মসিহ যখন তাদের বাড়িতে আসলেন তখন তারা তাঁদের উদ্ধেগের বিষয়-সকল তাঁর কাছে খুলে বললেন।
পিতর: ‘মসিহ, আমাদের সাহায্য করুন। আমার শাশুড়ি অত্যন্ত মুমুর্ষু অবস্থায় পৌছে গেছে। তাকে নিয়ে আমরা অতীব উদ্বিগ্ন।’
মসিহ আমাদের ছোট বড় সকল সমস্যা দেখতে পান আর আনন্দের সাথে সাহায্য করেন।
কিতাবে এমন লেখা আছে, মসিহ অসুস্থ ব্যক্তির খাটের কাছে গিয়ে তাকে হাত ধরে তুললেন। তিনি তাকে দাড়াতে সাহায্য করলেন, আর সাথে সাথে তার জ্বর সম্পূর্ণ নেমে গেল। মুহুর্তের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠলেন। আগের মতো তার শক্তি ফিরে আসলো, এমনকি সকলের জন্য সুস্বাদু খাবার প্রস্তুত করে তৃপ্ত করলেন।
তোমাদের কি কোনো উদ্বেগ আছে? সে বিষয়ে মসিহের সাথে কথা বলো। তিনি তোমাদের প্রার্থনা শ্রবণ করেন। পিতরকে যেমন তাৎক্ষণিকভাবে সাহায্য করেছেন, তোমার ক্ষেত্রে হয়তো ততোটা দ্রুত সাহায্য না করতে পারেন, তবে তুমি নিশ্চিত হতে পারো, সাহায্য করতে তিনি বিরক্তিকর বিলম্ব করবেন না তোমার ক্ষেত্রে মাঝে মধ্যে প্রার্থনার জবাব পেতে আমাদের অপেক্ষা করতে হতে পারে।
সর্বদা পিতরের সুপরামর্শ মনে রাখবে।
লোকবল: ভাষ্যকার, বালিকা, বালক, পিতর
© Copyright: CEF Germany