STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Bengali -- Perform a PLAY -- 166 (Must Terry die 4) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- BENGALI -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malagasy -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Sindhi -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- Tamil -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য নাটক
166. টেরিকে মরতে হবে-৪ফিলিপঃ ‘রূথ, তুমি কি মনে করো টেরি মৃত্যুর পথে এগিয়ে যাচ্ছে?’ রূথঃ ‘না, আমি প্রার্থনা করেছি যেন মসিহ তাকে সুস্থ করে তোলে।’ ফিলিপঃ ‘আমিও প্রার্থনা করেছি, তবে জানিনা আমার প্রার্থনা মসিহ শুনছেন কি না।’ রূথঃ ‘যদি তুমি খোদার মনোনীত মেষপালকের মেষ হয়ে থাকো, তবে তিনি সবসময় তোমার কথা শুনে থাকেন।’ ফিলিপঃ ‘তা কি করে ঘটতে পারে?’ রূথঃ ‘তার কাছে বলো যে তুমি তার মধ্যে থাকতে চাও।’ রূথ তার ভাইকে উক্ত মেষপালকের ছবিটি দেখালো যেটি পালক তাকে দিয়েছিলেন। ফিলিপ দীর্ঘ সময় ধরে তা দেখলো। ফিলিপঃ ‘অবশ্যই, আমি তা করতে চাই। দয়া করে আমাকে একা থাকতে দাও।’ অল্পসময়ের মধ্যে তার চেহারার দীপ্তি প্রমাণ করলো যে সে মসিহের সাথে যুক্ত হয়েছে। টেরির পক্ষ থেকে একটি পত্র উভয় বালক বালিকাকে আরো উৎসাহি করে তুললো; ‘প্রিয় ফিলিপ, প্রিয় রূথ, আমি এখন আর হাসপাতালে নেই। আমাকে এসে দেখে যাও। আমার ঠিকানা হলো, প্রনালীতে বাস হাউজ, ওয়াইল্ডেন বন। তোমাদের টেরি।’ বার্স হার্ট’ প্রনালীতে অবস্থিত। তাদের বন্ধু এমন একটা নরোবড়ো ঘরে বাস করে? ফিলিপ সাবধানে দরজায় করাঘাত করলো। (দরজায় করাঘাতের শব্দ) মাতাঃ ‘তোমরা কি চাও?’ রূথঃ ‘টেরি আমাদের নিমন্ত্রন দিয়েছে।’ মাতাঃ ‘তোমরা কি সেই ছেলেপুলে যারা টেরির দুর্ঘটনার সময় সাথে ছিলে? ভিতরে আসো।’ টেরি নিশ্চলভাবে বিছানায় শুয়ে আছে। তাকে রক্তশুন্য ও আশংকা গ্রস্থ দেখা যাচ্ছিল। সে তার দুই বন্ধুকে দেখে কেঁদে ফেললো। ফিলিপ ও রূথের কোনো ধারণাই ছিল না যে কোন বিষয় নিয়ে বন্ধু টেরির সাথে আলাপ করা চলে। কক্ষটি বিষণ্ণতা ও গুমোট অবস্থায় পূর্ণ ছিল। টেরির অনেক কষ্ট হচ্ছিল। মধ্যহ্নভোজে এক কাপ চা ও পাতলা একফালি রুটি ধার্য্য। ফিলিপ ও রূথ কখনোই ভাবতে পারে নিয়ে টেরি এতটা দরিদ্র। বাড়িতে খালা মার্গারেটের সাথে বিষয়টি খুলে বললো আর সিদ্ধান্ত নিল রোজ টেরিকে দেখতে যাবে। ফিলিপঃ ‘আমি আমার চিত্রের এলবাম যা বনের বিষয়ে রয়েছে তা টেরিকে দেখাবো।’ রূথঃ ‘আমি ব্যাগ ভর্তি আপেল ও বাইবেল যার মধ্যে উত্তম মেষ পালকের বিষয় বর্ণনা রয়েছে তা তাকে দেব।’ ফিলিপঃ ‘আমরা আমাদের ক্ষুদ্র ব্যাংক থেকে ৫ ডলার তুলে টেরির মাকে দেব যেন তিনি টেরির জন্য দুধ ক্রয় করতে পারে।’ রূথঃ ‘তিন ডলার কি যথেষ্ট নয়?’ ফিলিপঃ ‘আমরা সবটাই সাথে করে নিয়ে যার আর পথে পথে সিদ্ধান্ত নেব।’ ঠিক পরিকল্পনা মোতাবেক তারা সবকিছু করলো। তোমরা কি অনুমান করতে পারো বনের পথে তারা কার দেখা পেয়েছিল? পরবর্তি নাটকে তোমরা তা দেখতে পাবে। লোকবলঃ ভাষ্যকার, ফিলিপ, রূথ, মা © Copyright: CEF Germany |