STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Bengali -- Perform a PLAY -- 153 (Does the devil exist 1) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- BENGALI -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- Tamil -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য নাটক
153. ইবলিসের অস্তিত্ব কি বাস্তব-১সন্তানঃ ‘আমার একটা প্রশ্ন আছে; প্রকৃতার্থে শয়তানের কোনো অস্তিত্ব আছে কি? কোথা থেকে সে এসেছে?’ সত্যিকার অর্থে শয়তান অস্তিত্বমান। তার সুচনা শুরু হয়েছে বেহেশতে। সন্তানঃ ‘বেহেশতে?’ সমস্ত সৃষ্ট ফেরেশতাদের মধ্যে সর্বোত্তম হলো লুসিফার। তাকে সৃস্টি করা হয়েছে খোদার এবাদতের জন্য। কিন্তু অহংকার তার হৃদয়কে গ্রাস করে নিল। লুসিফারঃ ‘আমি সর্বোত্তম হবো। হবো খোদার মতো! সকলের উপর আমি কর্তৃত্ত করবো। আমি খোদা হবো।’ যেহেতু সে সর্বময় ক্ষমতার অধিকারী হতে চেয়েছিল ও খোদার আনুগত্য ও বন্দেগি বাদ দিয়েছিল, তাই খোদা তাকে বেহেশত থেকে বের করে দিলেন। তখন থেকে তার নাম হলো শয়তান আর সে হয়ে ওঠলো খোদার শত্রু। সে তার সর্বত্তম চালাকি প্রয়োগ করে চললো খোদার পরিকল্পনা বানচাল করার জন্য ও জনমানুষকে বিভ্রান্ত করে তোলার জন্য। খোদা চান আমরা যেন বেঁচে থাকি। কিন্তু শয়তান আমাদের মৃত্যু কামনা করে। খোদা সত্যের প্রতি প্রীত আর শয়তান হলো মিথ্যাবাদি। খোদা পছন্দ করেন জনগণের সমৃদ্ধ সমাজ। শয়তান চায় আমাদের ধ্বংস। বালকঃ ‘সে আদম ও হাওয়ার ক্ষেত্রে সফল হয়েছে। তারা প্রলোভনে হলো পতিত।’ তার নিচু কুট-কৌশল আমি অনেক বলতে পারবো; খোদার পক্ষ থেকে লোকজন ভাগিয়ে নেবার জন্য সে মানুষের মনে খোদার বিরুদ্ধে সন্দেহ ও অনাস্থা সৃষ্টি করে চলছে। শয়তানঃ ‘খোদা কি সত্যিই নিষেধ করে দিয়েছে উক্ত বৃক্ষের ফল খেতে? সর্বোত্তম জিনিষটি পেতে সে তোমাদের কি বাধা দিয়েছে?’ আদম ও হাওয়া শয়তানকে তাদের প্রতারিত হবার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আর সেই সুবাদে মৃত্যু প্রবেশ করলো জগতে। সেই মুহুর্তে থেকে প্রত্যেক মানুষ খোদার থেকে হয়ে আছে বিচ্ছিন্ন। কিন্তু খোদার প্রেম সীমাহিন, মহান। আর সেই কারণে তিনি প্রতিজ্ঞা করেছেন, সে শয়তানকে পরাভুত করেই ছাড়বেন, আর সবকিছু পুনরায় সুন্দর করে তুলবেন। বালকঃ ‘আমি নিশ্চিত, তিনি নিশ্চয়ই মসিহের বিষয় নির্দেশ দিয়েছেন।’ তুমি ঠিক বলেছো। মসিহ হলেন বিজয়ী। শয়তান তাঁর নামে ভয় পায়, কাঁপে। সে জানে কোন জাতির মধ্যে মসিহ জন্মগ্রহণ করবেন, তাই সে ফেরাউন ও অন্যানদের ব্যবহার করেছে ইহুদিদের নিশ্চিহ্ন করে দেবার জন্য। কিন্তু খোদা তার পরিকল্পনা বিনাশ পেতে দিতে পারেন না। এক রাতে বেথেলমেহেমে মসিহের জন্ম হলো। মসিহ হলেন বিজয়ী! তাঁর আগমন শয়তানের কর্ম ও চক্রান্ত ধ্বংশ করার জন্য। আর সেই কারণে শয়তান মসিহকে ঘৃণা করে থাকে আর বর্তমানে সে মসিহের সাথে বিরোধিতা করে চলছে। এর পরবর্তি নাটকে শোনো আমি যা বুঝাতে চাই। লোকবলঃ ভাষ্যকার, বালক, লুসিফার (শয়তান) © Copyright: CEF Germany |