STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Bengali -- Perform a PLAY -- 100 (Join us) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- BENGALI -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- Tamil -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য নাটক
100. আমাদের সংগ লওমিরিয়াম ব্যালেট কোর্স গ্রহণ করছে। টিনা তার ছুটিকালিন সময়ে ঘোড়ার পিঠে চড়ার প্রশিক্ষণ নেবার ইচ্ছা প্রকাশ করছে। মথি যুডো প্রশিক্ষণে আশানুরূপ ফল পেয়েছে। আমি তোমাদের অনুমোদন দেই কিতাবুল মোকাদ্দসের উপর ভালো নির্ভরযোগ্য প্রশিক্ষণ গ্রহণ করার জন্য। এ কোর্সটি খুবই ভালো আর তাতে কোনো খরচা নেই। তুমি তার মধ্যে ধাঁধাঁ পাবে; তুমি প্রশ্নের জবাব খুজে পাবে, আর গোপন রহস্য বুঝতে পারবে। আর জানতে পারবে খোদার বিষয়ে ও নিজের বিষয়ে অনেক কিছু! মিসিঃ ‘আমি অংশ নিতে চাই। এ কোর্স আমি কিভাবে পাব?’ আমার কাছে লিখ, আমি তোমার কাছে পাঠিয়ে দেব। তোমার চাহিদা পত্রের অপেক্ষায় রইলাম। জোস ইতোমধ্যে এ পাঠে অংশ নিয়েছে আর পাঁচটা বিষয়ের সবগুলোর উত্তর দিয়েছে। জোসঃ ‘এটা যেন কৌতুকের মতো যার মধ্যে কোনো মাথা ঘামানোর কিছুই নেই।’ মিসিঃ ‘যেহেতু আমি কোর্সের জন্য অর্ডার করিনি তাই মনে হয় আমি আর তা করতে পারবো না।’ আমি তাই মনে করি। তোমার জন্য উত্তম হবে অদ্যই তুমি কোর্স পাবার জন্য পত্র দাও। তুমি এখন হতেই তা শুরু করতে পারবে। হয়তো তোমার বন্ধুরা এ কোর্সে অংশ নিতে আগ্রহ প্রকাশ করবে, তাদের কাছে প্রশ্ন রেখো। তাহলে তাদের চাহিদাসহ তুমি নিজের কোর্সের অর্ডার দিতে পারবে। তুমি কি এমন কাওকে চেনো যিনি মাত্র ১২ বৎসর বয়সে কিতাবুল মোকাদ্দসের বিষয়ে এতটাই জানতেন যার সামনে বয়স্ক লোকজন হতভম্ভ হয়ে যেতেন। তারা আশ্চর্য হয়ে যেতেন তাঁর প্রশ্ন শুনে এবং তাদের প্রশ্ন সমূহের জবাব শুনে বিষ্মিত হতেন। এ ঘটনাটি ঘটেছে জেরুজালেম এবাদতগৃহে আজ থেকে ২০০০ বৎসর পূর্বে। তাই বলতে হবে তিনি কে? সম্ভবত তার নাম তোমরা অনুমান করে বলতে পারো। তিনি হলেন খোদাবন্দ হযরত ঈসা মসিহ খোদার পুত্র। কিতাবুল মোকাদ্দসের শিক্ষাক্রমের মধ্যে তুমি জানতে পারবে আরো বিষদভাবে তার কালাম সম্বন্ধে। কিতাবুল মোকাদ্দসের পাঠে অংশ গ্রহণ করো। ফলে তুমি অনেক বিষয়ে জানতে পারবে। কেননা যারা কিতাবুল মোকাদ্দস পাঠ করে তারা এ বিষয়ে অনেক কিছুই জানতে পায়। মিসিঃ ‘নিশ্চয়ই, আমি এ কোর্সে অংশ নিব।’ তুমিও? আমরা এ কোর্স পাবার জন্য আগ্রহ ভরে অপেক্ষায় আছি। যদি তুমি শিশুদের আমন্ত্রণ জানাও কিতাব ভিত্তিক কোর্স গ্রহনের জন্য তবে কোর্সের পাঠ সমূহ অনুবাদের জন্য তোমার কাছে প্রেরণ করবো। লোকবলঃ ভাষ্যকার, মিসি, জোস © Copyright: CEF Germany |