STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Bengali -- Perform a PLAY -- 022 (Chariot of fire to heaven 7) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- BENGALI -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- Tamil -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য নাটক
22. স্বর্গে আগুনের যুদ্ধরথ-৭ইতোপূর্বে আমি ইলিয়াসের সন্ধানে যে ব্যাপক কর্মকান্ডের বিষয় বলেছিলাম তা কি তোমাদের মনে আছে? তার অন্তর্ধানের বিষয়টি বড়ই রহস্যাবৃত। ভাষ্যকার: ‘আল ইয়াসা, তুমি তো ইলিয়াসের ঘনিষ্ট বন্ধু। তুমি কি জানো ইলিয়াস কোথায় আছেন?’ আল ইয়াসা: ‘আমি জানি তাঁর অবস্থান!’ ভাষ্যকার: ‘মনে হচ্ছে তুমি খুশি আছো। আমি বিষয়টি নিয়ে উৎকণ্ঠিত।’ আল ইয়াসা: ‘আমার পরিষ্কার মনে আছে বিদায় কালে যেভাবে ইলিয়াস তার টুপি খুলে ফেলে ছিলেন। তাঁর সাথে যেতে আমিও মনস্থ করেছিলাম। তিনি চাচ্ছিলেন না তাঁর সাথে আমার যাওয়াটা। তবুও তিনি আমাকে বিরত করলেন না তাকে অনুসরনে করা থেকে। পথিমধ্যে অনেক নবীর সাক্ষাত পেয়েছিলাম যারা আমাদের প্রশ্ন করেছিলেন; তুমি কি জানো, এটাই ইলিয়াসের সাথে তোমার শেষ যাত্রা?’ ভাষ্যকার: ‘তুমি এ কথা শোনার পরে বিষন্ন হয়ে পড়েছিলে?’ আল ইয়াসা: ‘আমি এ বিষয়টা আগেই জানতাম, তাই তাদের প্রশ্নে বিরত থাকতে বলেছিলাম। আরো অনেকটা উত্তরে আমরা এগিয়ে গিয়েছিলাম। এভাবে আমরা জর্দান নদী পর্যন্ত পৌছে গেলাম, আশে পাশে কোনো ব্রিজ দেখিনি তখন ইলিয়াস তার টুপি ভাজ করে পানিতে আঘাত করলেন। ভাবুন কি ঘটতে পারে। নদী মাঝখান থেকে দুইভাগ হয়ে গেল, আর আমরা শুকনো ভুমি দিয়ে নদী পার হয়ে গেলাম।’ ভাষ্যকার: ‘এ কথাটা কি সত্য?’ আল ইয়াসা: ‘অবশ্যই, আমি তথায় উপস্থিত ছিলাম। খোদার মহিমা ও অসীম ক্ষমতা দেখে আমি অবাক হয়ে গেলাম, আর এমন কুদরতের কাজ তিনি দুর্বল ব্যক্তিদের মাধ্যমে করে থাকেন। আমরা যখন হেটে যাচ্ছিলাম, আর খোদার বিষয়ে বলাবলি করছিলাম তখন একটা কুদরতি ঘটনা ঘটে গেল। বেহেশত থেকে একটি আগুনের রথ ও আগুনের ঘোড়া নেমে আসলো। আমি হতভম্ব! আমি দেখলাম ইলিয়াস রথের মধ্যে আরোহন করলেন আর খোদার অদৃশ্য জগতে বিলিন হয়ে গেলেন। আমি তাকে ডাকলাম, কিন্তু তারপর আর আমি তাকে দেখতে পেলাম না। খোদা গৌরবোজ্জ্বল উপায়ে ইলিয়াসকে নিজের কাছে তুলে নিলেন।’ ভাষ্যকার: ‘সে কারণেই কেউ কোনোদিন তাকে আর দেখতে পেল না।’ আল ইসায়া: ‘তোমাকে ধন্যবাদ, আমাদের প্রশ্নের জবাব দানের জন্য। আমাদের হতবুদ্ধি দূর হয়ে গেল। মৃত্যু এ পৃথিবীতে আমাদের জীবনের অবসান ঘটায়। কিন্তু আমাদের জন্য কখন কোথায় মৃত্যু ঘটবে তা বড় বিষয় নয়, কিন্তু মৃত্যুর পরে আমরা কোথায় যে যাব তাই হলো মূল বিষয়। ইলিয়াস খোদার মধ্যে আছেন কেননা তিনি খোদার সাথে জীবন-যাপন করতেন।’ কিতাবুল মোকাদ্দসে অন্যত্র এভাবে লিখিত রয়েছে: ‘ইবনুল্লাহকে যে পেয়েছে সে সেই জীবনও পেয়েছে; কিন্তু ইবনুল্লাহকে যে পায় নি সে সেই জীবনও পায় নি (১ইউহোন্ন ৫: ১২)। পরবর্তী নাটকে বলব কিভাবে পিতর মসিহের সাথে যুক্ত জীবন যাপন করেছেন। লোকবল: ভাষ্যকার, আল ইয়াসা © Copyright: CEF Germany |