STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Bengali -- Perform a PLAY -- 005 (God loves you) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- BENGALI -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- Tamil -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য নাটক
5. খোদা আপনাকে মহব্বত করেনওহে! এটা কতই না চমৎকার যে তুমি মনোযোগসহ শুনছো! স্বাগত জানাই! আজকে তোমার অবস্থা কি দুঃখে ভারাক্রান্ত না আনন্দে উল্লাসিত নিজেকে নিঃসঙ্গ ও ভিত মনে হচ্ছে? তুমি স্বাস্থ্যবান না অসুস্থ? আমি জানি না তোমার প্রকৃত অবস্থা, কিন্তু আমি তোমাকে অতি চমৎকার বিষয়ের কথা বলতে চাই; খোদা তোমাকে মহব্বত করেন! তুমি যে অবস্থাতেই থাকো না কেন খোদা সব সময় তোমাকে মহব্বত করেন। জীবন্ত খোদা যখন আসমান জমিন সৃষ্টি করলেন তিনি তখনই তোমার বিষয় নিয়ে ভেবেছেন। তোমার জন্মের পূর্বেই তিনি তোমাকে নিয়ে ছিলে উৎফুল্ল! (খোদার মহব্বত নিয়ে একটি গান পরিবেশন কর অথবা আবহ সংগীতের সাথে সাথে উচ্চস্বরে যেন পড়তে পারে।) গান: মসিহ শিশুদের মহব্বত করেন, বিশ্বের সকল শিশুদের! লাল বা হলুদ, কালো বা সাদা তারা সকলেই তাঁর নজরে মহামূল্যবান! মসিহ বিশ্বের ছোট শিশুদের মহব্বত করেন! মসিহ সকল শিশুদের জন্য প্রাণ কোরবানি দিয়েছেন বিশ্বের সকল শিশুদের জন্যই! লাল বা হলুদ, কালো বা সাদা তারা মসিহের নজরে অত্যন্ত মূল্যবান! মসিহ বিশ্বের সকল শিশুদের জন্যই প্রাণ দান করেছেন। খোদা জগতের প্রত্যেকটি মানুষকে ভালোবাসেন। তা শিশু হোক বা বয়স্ক হোক; ভালোবাসার তাগিদেই প্রত্যেকের জন্য অতি উত্তম পুরষ্কার নির্ধারণ করে রেখেছেন কিতাবুল মোকাদ্দসে উক্ত উপহারের বিষয় দেখতে পাই ‘আল্লাহ মানুষকে এত মহব্বত করলেন যে, তাঁর একমাত্র পুত্রকে তিনি দান করলেন, যেন যে কেউ সেই পুত্রের উপর ঈমান আনে সে বিনষ্ট না হয় কিন্তু আখেরী জীবন পায়’ (ইউহোন্না ৩ : ১৬)। খোদার মহব্বত মহান। তিনি তার পুত্রকে জগতে প্রেরণ করেছেন যেন তিনি আমাদের পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ নিজ প্রাণ কোরবানি দিতে পারেন। মসিহ কবরপ্রাপ্ত হলেন, কিন্তু মৃত্যুর তৃতীয় দিনে খোদা তাকে মৃত্যু থেকে জীবিত করে তুললেন। বর্তমানে তিনি আপনাকে আহবান জানাচ্ছেন, প্রভু ও নাজাতদাতা হিসেবে আপনি যেন ঈসা মসিহকে বিশ্বাসে গ্রহন করেন। খোদার কণ্ঠস্বর: ‘অশেষ মহব্বত দিয়ে আমি তোমাদের মহব্বত করেছি; অটল মহব্বত দিয়ে আমি তোমেরদ কাছে টেনেছি।’ (ইয়ারমিয়া ৩১ : ৩) আপনি কি খোদার দাওয়াত কবুল করবেন? আপনি উল্লাসিত হবেন, আর আপনাকে ভিতসন্ত্রস্থ হতে হবে না। খোদা সদাসর্বদা আপনার সাথে রয়েছেন। তার মহব্বত কখনোই শেষ হয় না। আপনার বন্ধুরা এ বিষয়ে কি কিছু জানে? তাদের কাছে বলুন, খোদা তাদেরকেও মহব্বত করেন। লোকবল: বিবরণদাতা ও খোদার কণ্ঠস্বর © Copyright: CEF Germany |