STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 099 (Safari quiz)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

99. অভিযানের যোগ্য প্রশ্ন


আমরা শিকারে যাচ্ছি, তুমি কি সঙ্গ নিবে?

বালকঃ ‘কিতাবুল মুকাদ্দসের মধ্যে আগাগোড়া ভ্রমন করে দেখব সবচেয়ে অতিকায় প্রাণী খুঁজে পাওয়া যায় কিনা।’

বালিকাঃ ‘অতিকায় প্রাণীদের কোনো কোনোটা নয়নকাড়া হয়ে থাকে।’

তুমি নিশ্চয়ই তাদের মধ্যে দু’চারটাকে চোনো। তুমি অবশ্যই পছন্দ করবে। তুমি তাদের বিসয়ে আমাকে বলতে ও লিখতে পারো।

আমাদের যাত্রা প্রথমে মিশরে গিয়ে পৌছালো। সূর্যের তাপে পুড়ে পুড়ে উত্তপ্ত করে তুলছে। ৪০০ শত বৎসর কাল ধরে ইস্রয়েল জাতি এক্ষেত্রে দাস্যকর্ম করতে বাধ্য হলো। খোদার কাছে তারা কান্নাকাটি করেছে তাদের মুক্তির জন্য। খোদা তাদের কান্নায় মনোযোগ দিলেন, কিন্তু ফেরাউন তাদের মুক্তি দিতে নারাজ।

শাস্তি স্বরূপ খোদা প্রাণীকুল মিশরে ডেকে আনলেন। উক্ত প্রাণীকুল গোটা দেশ ছেয়ে ফেললো, এমনকি গৃহে ও বিছানার উপরেও জ্বালাতন করতো। ওগুলো কোন ধরণের প্রাণী ছিল।

তাদের বহুদূর যাবার পরে একটা নদীর সম্মুখিন হতে হলো। খোদার নবী ইলিয়াস এখানে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতেন। তার জন্য সকালের নাস্তা ও মধ্যহ্ন ভোজ পাখী এনে দিত। কোন ধরনের পাখী গোস্ত রুটি উড়িয়ে নিয়ে আসতো তাঁর কাছে?

আমি এক্ষণে বিলেমের কথা ভাবছি। সে খোদাকে বাদ দিয়ে নিজের ইচ্ছেমতো জীবন যাপন করতো। তারপর যে জন্তুটির উপর চরে বেড়াতো সেটি তাকে আঘাত করলো আর মানুষের মতো করে তার সাথে কথা বললো। এটা কোন প্রকারের জন্তু ছিল?

তুমি অবশ্যই আরারাত পর্বতের কথা জানো। মহাপ্লাবনের পরে নূহের জাহাজ উক্ত পর্বতের উপর দাড়ালো। কোন পাখিটি ঠোটে করে সবুজ ডগা নিয়ে এসেছিল নূহের কাছে, যা ছিল একটা সুখবর ভূমি থেকে পানি সরে যাবার?

আমাদের যাত্রা বেবিলন পর্যন্ত চলবে। দানিয়েল সেখানে বন্দি হয়েছিলেন।

বালিকাঃ ‘তিনি আমার দৃষ্টান্ত। তিনি দিনে তিনবার প্রার্থনা করেন।’

আর এই কারনেই তাঁকে পশুর খাদ্যে পরিণত হতে হয়েছিল। হিংস্রর প্রানির চোয়াল খোদা বন্ধ করে দিয়েছিলেন যার ফলে দাানিয়েলকে খেতে পারলো না।

তুমি কি জানো কোন প্রানিকে কিতাবুল মোকাদ্দসে ধূর্ত হিসেবে দেখানো হয়েছে? সর্প। শয়তান সর্প ব্যবহার করেছে প্রথম নরনারীকে খোদা বিরোধি কাজ করার নিমিত্তে।

বালকঃ ‘যদি তেমনটি না হতো, তবে সকলেই খোদার সাথে বসবাস করতে পারতো।’

কিন্তু বিপরীতে আমরা প্রত্যেকে প্রকৃতিগত খোদার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আছি। আর এ কারণেই মসিহ আমাদের বিষয়ে বলেছেন, আমাদের কানো ভিত্তি নেই আর সহজেই আমরা পতিত হয়ে পড়ি। কি ধরণের প্রাণী ছিল ওগুলো?

মসিহ হলেন সুন্দর রাখাল। তিনি লোকদের নাম ধরে ডাকেন, কেননা তিনি তাদের মহব্বত করেন। তুমি কি চার প্রকার প্রাণীর বিষয় জানতে পেরেছো? তোমাদের উত্তর পত্র আমার কাছে প্রেরণ করলে আমি খুশি হবো।

(উত্তরঃ ব্যাং (ভেক), দাড় কাক, গাধা, কবুতর, শিংহ, ভেড়া)


লোকবলঃ ভাষ্যকার, বালক, বালিকা

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 18, 2019, at 03:31 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)