STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 076 (Three lies in one night)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

76. একই রাতে তিনবার মিথ্যাচার


পিতরঃ ‘না, ওকথা সত্য নয়! আমি তেমন কাজ কখনোই করিনি।’

পিতর কখনো কখনো যবনিকা পতনের ভূমিকা পালন করে, আসলে তিনি যা কিছু সঠিকভাবে বলেছেন তাই বুঝাতে চেয়েছেন।

পিতরঃ ‘ওটা আমার দ্বারা কখনোই হতে পারে না।’

তুমি কি কখনো এমনটা ভেবেছো? পিতর সম্পূর্ণ নিশ্চিত ছিলেন। সেই রাত্রে অন্যান্য সাহাবিদের সাথে তিনি হেটে বেড়াচ্ছিলেন। তখন অন্ধকারাচ্ছন্ন অবস্থা ছিল আর মনের উপর একটি শোক কাজ করছিল মাঝপথে মসিহ হঠাৎ দাঁড়িয়ে তাদের সাথে কথা বলছিলেন।

মসিহঃ ‘অদ্য রাতেই তোমরা ছেড়ে ভেগে যাবে আর আমাকে অস্বীকার করবে।’

পিতরঃ ‘অসম্ভব! অন্য সকলে তোমাকে ছেড়ে গেলেও আমি কষ্মিনকালেও তা করবো না।’

মসিহ আমাদের হৃদয়ের অবস্থা জানেন।

মসিহঃ ‘পিতর, আমি তোমাকে জানি। মোরগ ডাকার পূর্বেই তুমি বলবে, তুমি আমাকে চেনই না।’

পিতরঃ ‘প্রভু মসিহ, কখনোই আমি তা করবো না; তোমাকে অস্বীকার করার চেয়ে আমার কাছে মৃত্যু শ্রেয়।’

অন্যান্য সাহাবিগণও একই প্রত্যয় ব্যক্ত করলেন। কিন্তু উত্তম রূপে মসিহ বাস্তবতা জানতেন এ ঘটনার সাথে সাথেই মসিহ যখন শত্রুদের হাতে ধরা পড়লেন ও তাকে বেঁধে ফেলা হলো, তাঁর সকল সাহাবি তাকে ছেড়ে ভেগে গেলেন। পিতরও ভীষণ ভয় পেলেন। কিন্তু অনেকটা দূর থেকে মসিহকে অনুসরণ করে চললেন, কেননা তিনি দেখতে চেয়েছিলেন, তারা মসিহকে নিয়ে যে কি করবে সে বিষয়ে।

পিতরঃ ‘তারা মসিহকে কোথা নিয়ে যাচ্ছে? মহা-ঈমামের দরবারে কি নিয়ে যাবে? আমার কি হবে? আমি কারো দৃষ্টিতে যেন না পড়ি তবে গ্রেপ্তার থেকে বাঁচতে পারবো।’

পিতর প্রভুর শত্রুর সাথে চুপচাপ বসেছিলেন তাদের সাথে উঠানে বসে সে আগুন পোহাচ্ছিলেন নিজেকে উষ্ণ রাখার জন্য। উক্ত স্থানটি কি তার জন্য সঠিক স্থান ছিল? মসিহের বন্ধু তাদের মধ্যে বসে আছে যারা মসিহকে ঘৃণা করে?

প্রথম দাসি বালিকাঃ ‘এই তুমি, তুমি আমার কাছে পরিচিত বলে মনে হচ্ছো। তুমিও কি মসিহের সাথে ছিলে না।’

পিতরঃ ‘আমি? কোথায় তুমি এ ধারণাটি পেলে? তুমি যে কি বলছো তার কিছুই আমি বুঝতে পারছি না।’

২য় ভৃত্ত বালিকাঃ ‘দেখ, এই মসিহের সাথের লোক।’

পিতরঃ ‘ও কথা ঠিক না! আমি তাকে আদৌ চিনি না।’

ভৃত্তঃ ‘যে কেউ তা বলতে পারে আসলে তুমি মসিহের সঙ্গী, মসিহের সাথে ছিলে। তোমার বক্তব্যই তা বলে দিচ্ছে।’

পিতরঃ ‘বন্ধ করো এ সকল আজে-বাজে কথা। আমি তোমাদের বলছি, আমি মসিহকে চিনি না।’ (মোরগ ডাকার শব্দ)

পিতর হতভম্ব হলেন, চারদিকে তাকালেন। ঠিক সেই সময়ে মসিহকে নিয়ে গেল। যখন তিনি চলে গেলেন, যাবার মুহুর্তে ভারাক্রান্ত মনে পিতরকে এক নজর দেখলেন। মসিহের এ দৃষ্টি পিতরের অন্তরাত্মায় পৌছে গেল, আর পিতরের মনে পড়লো কয়েক ঘণ্টা পূর্বে প্রভু তাকে কি কথা বলছিলেন।

পিতর ব্যর্থ হলেন মসিহের কাছে। তাই সে অতীব শোকার্ত ভারাক্রান্ত হলেন। তিনি বাইরে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়লেন, চিৎকার করলেন। তিনি কি বুঝতে পেরেছিলেন তার এ সকল অস্বীকৃতি সত্ত্বেও মসিহ তাকে মহব্বত করেন?


লোকবলঃ ভাষ্যকার, মসিহ, পিতর, দুইজন দাসি বালিকা, একজন দাস

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 09, 2019, at 12:29 PM | powered by PmWiki (pmwiki-2.3.3)