STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Bengali -- Perform a PLAY -- 147 (Nothing is too hard for God 2) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- BENGALI -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- Tamil -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য নাটক
147. খোদার কাছে অসাধ্য বলে কিছই নেই-২অসম্ভব! সম্পূর্ণ অসম্ভব! আব্রাহামের এমন চিন্তা করার কথা ছিল। কেন? তিনি বৃদ্ধ ছিলেন আর তার স্ত্রীও ছিলেন বৃদ্ধা। দীর্ঘদিন ধরে খোদা তাদের একটি পুত্র সন্তান দেবার প্রতিজ্ঞা করেছিলেন। কিন্তু ৮৯ বৎসর বয়সে (শারা) একটি সন্তান পেলেন আর ৯৯ বৎসরে আব্রাহাম পিতা হলেন, যা হলো সম্পূর্ণ অসম্ভব। খোদা কি তাদের কথা ভুলে গিয়েছিলেন? আব্রাহাম তার তাবুর প্রবেশ পথে বসে ছিলেন। তখন ছিল দুপুর যা প্রচন্ড খরতাপ ছড়ায়। আশ্চর্যজনক ঘটনা, হঠাৎ করে মেহমান উপস্থিত। তিন জন। আব্রাহাম তাদের সামনে অবনত হলেন। তিনি কি অনুমান করেছিলেন, এই তিন জনের মধ্যে খোদাও রয়েছেন? আব্রাহামঃ ‘প্রভু আমার, অধিকপথ ভ্রমন আর করবেন না, এখানে বিশ্রাম নি। আমি পানি এনে দেই আপনাদের পা ধুয়ে দেবার জন্য। ছায়ায় বসুন। আমি আপনাদের জন্য ভোজের ব্যবস্থা করছি।’ মেহমানঃ ‘তুমি যেভাবে বললে তেমনিভাবে বাস্তবায়ন করো।’ আব্রাহাম আয়োজন করার জন্য ব্যস্ত হয়ে গেলেন। শারাহ রুটি ভাজলেন, সেবক একটি বাছুর জবেহ করলো, আর আব্রাহাম খুবই উপাদেয় বেদুইনদের পছন্দের খাবার, যা ঘোল ও দুধের দ্বারা শুরু করত হয়, পারিবেশন করলেন। লোকজনঃ ‘তোমার স্ত্রী শারাহ কোথায়?’ আব্রাহামঃ ‘তিনি তাবুতে আছেন।’ লোকজনঃ ‘তোমার কাছে সত্য করে বলছি, এক বৎসরের মধ্যে আমি যখন ফিরে আসবো, শারার তখন একটি পুত্র হবে।’ (অট্টহাস্যের শব্দ) শারাহ হাসলেন। তিনি তাবুর পাশে দাড়িয়ে ছিলেন। অসম্ভব, তিনি চিন্তা করলেন। ইতোমধ্যে আমি এতটা গতবয়স্কা হয়ে গেছি। লোকজনঃ ‘শারার অট্টহাস্যের কারণ কি আর কেন বললেন অসম্ভব তার পক্ষে সন্তান ধারণ করার? খোদার কাছে খুবই অসম্ভব বলতে কিছু আছে কি? এক বৎসরের মধ্যে শারাহ একটি পুত্র সন্তানের মা হবে।’ খোদার কাছে অসম্ভব বলতে এমন কিছু আছে কি? খোদা আব্রাহামের কাছে প্রতিজ্ঞা করেছেন একটি পুত্র দানের বিষয়ে কমপক্ষে দশবারে অধিক। একবার সম্পূর্ণ ব্যতিক্রমি উপায়ে ঘোষণা দিয়েছেন। খোদার কণ্ঠস্বরঃ ‘আব্রাহাম, আকাশের পানে তাকাও, তারকারাজি দেখ, আর ওগুলোকে গণনা করো। আমি তোমাকে ততোধিক সন্তান সন্তুতি দেব।’ আব্রাহাম তারকারাজি গুনে নিকাশ দিতে পারে নি, কিন্তু তিনি খোদার উপর আস্থাবান ছিলেন। বিশাল আকাশ ও তথা সীমাহিন অগণিত তারকারাজির চেয়েও খোদা হলেন অতি বিশাল অতি মহান। কোনো কিছু কি আছে অসম্ভব বলে তাঁর কাছে? অসম্ভব! কষ্মিনকালেও তা হতে পারে না। কল্পনা করো, আব্রাহামের বয়স যখন শত বৎসর, তিনি তখন পিতা হলেন আর শারাহ নব্বই বৎসর বয়সে মা হলেন। (শিশুর হাসির শব্দ) তারা তার নাম রাখলে দীর্ঘ প্রতিক্ষিত। ইসাহাকের আর এক নাম। খোদার কাছ অসম্ভব বলে কিছুই নেই। তুমি যতোটা কল্পনা করতে পারো তার চেয়েও তিনি মহান, বিশাল। আকাশের তারকারাজি গণনা করতে শুরু করো তখন বুঝতে পারবে খোদা যে কতই মহান। লোকবলঃ ভাষ্যকার, লোক, খোদার কণ্ঠস্বর © Copyright: CEF Germany |