STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Bengali -- Perform a PLAY -- 115 (The greatest Christmas present) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- BENGALI -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- Tamil -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য নাটক
115. বড়দিনের চুড়ান্ত উপহারবালিকাঃ ‘বড়দিনের জন্য অপেক্ষা করার ধৈর্য আর রাখতে পারছি না। এ বৎসর আমার চাহিদার তালিকার দৈর্ঘ এক মাইলের অধিক লম্বা।’ বালকঃ ‘আশা করি আমার প্রত্যাশার বাস্তবায়ন হতে যাচ্ছে। আমি অধীর আগ্রহে একটা স্মার্ট ফোনের অপেক্ষায় আছি।’ তোমাকে আর একটু বেশি সময় অপেক্ষা করতে হবে। বালিকাঃ ‘ঠিকই, দুর্ভাগ্যবশত!’ কিন্তু কোনো অবস্থায় শিমিয়নের মতো অপেক্ষার পালা নয়। বালকঃ ‘সে কে?’ বাইবেলে তাঁর বর্ণনা এভাবে রয়েছে; আর সে যুবক থাকলো না, বাস্তবে বেশবুড়ো হয়ে গেছে। তিনি জেরুজালেমে বাস করতেন, তিনি ছিলেন খোদাভক্ত ব্যক্তি। তাকে ৪০টি সুদীর্ঘ বৎসর অপেক্ষা করতে হয়েছে, হয়তো আরও একটু বেশি সময় তাঁকে অপেক্ষা করতে হয়েছে স্বপ্ন বাস্তবায়নকল্পে। বালিকাঃ ‘অতোটা দীর্ঘ সময়? তবে তাঁর প্রত্যাশা কি ছিল?’ তার প্রত্যাশা খোদার প্রতিজ্ঞার সাথে যুক্ত ছিল। খোদাঃ ‘সামাউন, জগতের মুক্তিদাতার আগমন না দেখে তুমি মারা যাবে না।’ যদিও সামাউনের অপেক্ষার পালা যেন আর শেষ হচ্ছিল না, তবুও তিনি নিরাশ হন নি কোনো অবস্থায়। কেননা তিনি খোদার প্রতিজ্ঞার উপর নির্ভর করতে জানতেন। একদিন তিনি এবাদতখানায় গেলেন। ঠিক সেই মূহুর্তে মরিয়ম, ইউসুফ ও মসিহ ঈসা সেথায় হাজির হলেন। সামাউন শিশু মসিহকে যখন দেখলেন, সাথে সাথে চিনতে পারলেন ইনিই সেই প্রতিজ্ঞাত নাজাতদাতা! সামাউন মসিহকে দেখতে পেলেন। এবার তাঁর সুদীর্ঘ প্রত্যাশা পূর্ণতা পেল। তাকে দেখতে পেয়ে তিনি এতটা খুশি হলেন যা জগতের অন্য কোনো কিছু তাকে তেমন আনন্দ দিতে পারে নি। মহানন্দে তিনি শিশুটিকে নিজের বাহুবন্ধনে নিয়ে প্রার্থনা করলেন। সামাউনঃ ‘প্রভু, এবার আমি শান্তিতে মৃত্যুবরণ করতে পারবো, কেননা তুমি আমার কাছে যে প্রতিজ্ঞা করেছিলে তা পূর্ণতা পেল। আমার চোখ জগতের নাজাতদাতাকে প্রত্যক্ষ করতে পেরেছে।’ সামাউনের উপরে কোনো এক ব্যক্তি একটা গান লিখেছেঃ (গানের শব্দ) কোনো এক বৃদ্ধ লোক, বৃদ্ধ লোক ছিলেন, তার সর্বোচ্চ প্রত্যাশার পরিপূর্ণতা পেল কেননা তিনি খোদার পুত্রের দর্শন পেলেন তোমরা এসো, এসো আমার সাথে, নাজাতদাতা আমি দরজা খুলে দিয়েছি, এসো আমার সাথে এসো, নাজাতদাতা, আমি আমার দরজা খুলে দিয়েছি। আমি জানিনা, শুভবড় দিনের সময় তোমার সকল প্রত্যাশার পরিপূর্ণতা পাবে কিনা। তবে এটা আমি জানি, তুমি যখন মসিহকে তোমার জীবনে আসবার জন্য প্রত্যাশা রাখবে যেমন গানের মধ্যদিয়ে প্রকাশ পেয়েছে, তখন মসিহ অদ্যই তোমার সকল প্রত্যাশার পূর্ণতা দান করবেন। লোকবলঃ ভাষ্যকার, বালিকা, বালক, খোদা, শামাউন © Copyright: CEF Germany |