STORIES for CHILDREN by Sister Farida

(www.wol-children.net)

Search in "Bengali":

Home -- Bengali -- Perform a PLAY -- 108 (Bela‘s Bible)

Previous Piece -- Next Piece

নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য না

108. বেলার বাইবেল


বেদেদের গাড়ি শহরের রাস্তা ধরে এগিয়ে যাচ্ছে। শিশুরা তাদের অভিনন্দন জানাচ্ছে।

বেলাঃ ‘বাবা, আমি কৃষকের পক্ষে কাজ করবো।’

পিতাঃ ‘অতিদ্রুত তুমি বিরক্ত হয়ে পড়বে।’

মাতাঃ ‘বেলা আর কাজ? চমৎকার মনে হচ্ছে!’

বেলা হতাশ হয়ে পড়লো, তার বাবা মা তার কর্মক্ষমতার উপর আস্থাবান হতে না পারার কারণে। পরবর্তী শহরে সে গাড়ি থেকে লাফ দিয়ে পরে পালিয়ে গেল। সে বাগানবাড়ি পছন্দ করে আর জানালার উপর ফুল সাজানো তার ভালো লাগে।

(করাঘাতের শব্দ)

কৃষকঃ ‘কে ওখানে। কে তুমি?’

বেলাঃ ‘আমার নাম বেলা, আমি আপনার সাথে কাজ করতে চাই।’

কৃষকঃ ‘তুমি ঠিক সময় এসেছো, এখন আলু সংগ্রহের সময়। তবে তার পূর্বে তোমার কিছু খাওয়া প্রয়োজন। ভিতরে এস।’

খাবার ঘর থেকে ভেসে আসা খাদ্যের সুঘ্রাণ বেলার মনে জাগিয়ে দিল যে সে ভল্লুকের মত ক্ষুধার্ত।

কৃষকঃ ‘খাবার পূর্বে আমরা প্রার্থনা করে নেই। প্রত্যেকটি ভালো উপহার সামগ্রী, যা কিছু আমাদের রয়েছে, তার সবই তোমার করুনার হস্তের দান, হে খোদা। আমরা তোমাকে ধন্যবাদ জ্ঞাপন করি এ সকলের জন্য। আমিন।’

প্রার্থনা ও বাইবেল থেকে পাঠ করা বেলার জন্য একটা নতুন অভিজ্ঞতা ছিল। কিন্তু বন্ধুবাৎসল্য কৃষকের সাথে সে থাকতে পছন্দ করলো। এমনকি কাজকর্মও তার জন্য আনন্দের কারণ ছিল, যদিও দিনের শেষে তার পিঠ ব্যাথাকাতর হয়ে পড়তো। এক সপ্তাহ অতিক্রান্ত হলো। (কুকুরের ডাকের শব্দ)

বেলাঃ ‘নিরো কি হয়েছে? তুমি কি আমার সাথে বল খেলবে?’

বাহিরে নিয়ে তার কানে একটা কিছু গুঁজে দিল। বেলাও শুনতে পাচ্ছে। (ভায়োলিন বাজনার শব্দ)

বেলাঃ ‘নিরো, কেউ যেন ভায়োলিন বাজাচ্ছে। সম্ভবতঃ আমার পিতা মাতা। তারা আগুন পোহাচ্ছে, কাবাব বানাচ্ছে, আর গান গাচ্ছে। হঠাৎ আমি বাড়ি যাবার জন্য ব্যকুল হয়ে পড়লাম। তুমি কি তা বুঝতে পারো?’

বেলা পাকঘরের দিকে উকি মারলো, কাওকে দেখা গেল না। টেবিলের উপর রাখা বাইবেল তুলে নিল আর রাতের আঁধারে হারিয়ে গেল।

পিতাঃ ‘বেলা, তুমি ওখানে। তুমি কি আমাদের জন্য কিছু নিয়ে এসেছো?’

বেলাঃ ‘আমি এই পুস্তকখানি সাথে করে নিয়ে এসেছি।’

মাতাঃ ‘জ্যাসপার পড়তে জানে।’

জ্যাসপারঃ ‘ওহে, দেখ, এটা একটা পবিত্র গ্রন্থ। আমাদের প্রভু ঈসা মসিহের ঈঞ্জিন শরীফ।’

মাঃ ‘এটা সুন্দর পুস্তক, আমাদের পড়ে শুনাও!’

জ্যাসপারঃ ‘একজন লোম মসিহের কাছে এসে প্রশ্ন করলেন।’

‘নাজাত পেতে হলে আমাকে কি করতে হবে? মসিহ জবাবে তাকে বললেন, খোদার হুকুম তামিল করো। চুরি করো না।’

পিতাঃ ‘চুরি করো না?’

দোষি, বেদের দল পরষ্করের দিকে তাকালো, কেননা ইতোপূর্বে তারা প্রত্যেকে কিছু না কিছু চুরি করেছে। বেলা নিজেও বাইবেল চুরি করেছে। কিন্তু সেই বিকেলে বাইবেলখানা ফিরিয়ে দিতে গেল।

কৃষকঃ ‘বেলা, আশ্চর্য লাগে যে তুমি আমাদের বাইবেল নিয়েছো? ভালোই করেছো, আমি এটা তোমাকে দিয়ে দিলাম।’

বেলাঃ ‘আসলে, আমি এটাকে সাথে রাখবো?’

বেলা খুবই খুশি হলো, বেলার মাধ্যমে বেদের দল মসিহের বিষয়ে জানতে পারলো এবং মসিহের উপর বিশ্বাস আনলো।


লোকবলঃ ভাষ্যকার, বেলা, পিতা, মাতা গ্রিগর, কৃষক

© Copyright: CEF Germany

www.WoL-Children.net

Page last modified on November 21, 2019, at 06:20 AM | powered by PmWiki (pmwiki-2.3.3)