Home -- Bengali -- Perform a PLAY -- 088 (The big contest question)
88. দ্বান্ধিক প্রশ্ন
সাংঘার্ষিক প্রশ্নঃ কে সবচেয়ে বেশি জ্ঞানি?
বালিকাঃ ‘অবশ্যই স্টিফেন বেশি জ্ঞানি হবে, কেননা সে শিক্ষকের বড়ই প্রিয়।’
বালকঃ ‘আমি মেনে করি ডাকের মাথায় কম্পিউটারের মত কাজ করে থাকে।’
বালিকাঃ ‘ওহ তাকে ভাবছো। সে মনে করে সে চটপটে আসলে বিপরীত?’
অন্য কারো কথা ভাবতে পারো?
বালকঃ ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।’
বালিকাঃ ‘অথবা এমন কারো কথা বলো যিনি একটা কিছু আবিষ্কার করেছেন।’
বালিকাঃ ‘দৃষ্টান্ত স্বরুপ,আইনস্টাইন অথবা পিথাগোরাস।’
আমার প্রশ্নের জবাব এখন পর্যন্ত পেলাম না।
তুমি কি জানো কে সবচেয়ে অধিক জ্ঞানি?
কিতাবুল মোকাদ্দাস এ প্রসংগে যা বলে তা শুন। মসিহ কাকে জ্ঞানি দেখেন? ভাল করে খেয়াল করো, তোমাদের সুযোগ আছে সবচেয়ে জ্ঞানি ব্যক্তিতে পরিণত হবার।
মসীহঃ ‘যে কেউ আমার বাক্যে অবধান করে এবং তা জীবনে প্রয়োগ করে সেই হলো জ্ঞানি ব্যক্তি। তাকে তুলনা করা চলে পাথরের উপর প্রতিষ্ঠিত বাড়ির সাথে। তার অর্থ হলো সে প্রথমে ভিত্তিমূল শক্তভাবে নির্মাণ করেছে, যদিও পরবর্তী সময় আর তা দেখা যাবার কথা নয়। তার বাড়ি শক্ত ভিত্তির উপর হয়েছে প্রতিষ্ঠিত। যখন ঝড় উঠলো বন্যায় সবকিছু ডুবে গেল, প্রবল বায়ু বইতে লাগলো, মারাত্মক বর্ষণ সবকিছু ধুয়ে নিয়ে চললো তা সত্ত্বেও তার বাড়িটি সুন্দরভাবেই টিকে রইলো। সেই গৃহটি ক্ষতিগ্রস্থ বা পতিত হলো না কারণ তা শক্ত ভিত্তির উপর নির্মিত ছিল। কিন্তু তারা, যারা আমার বাক্য শ্রবণ করে বটে কিন্তু তদনুযায়ী জীবনে বাস্তবায়ন করে না, তারা অবোধ ছাড়া আর কিছুই নয়। তারা তেমন লোকের সাদৃশ্য যারা বালুর উপর তাদের ঘর নির্মাণ করে, আর যখন ঝর ছোটে, ঝড়ো হাওয়া বইতে শুরু করে অমনি উক্ত গৃহটি ধরাসায়ী হয়ে পড়ে। উক্ত গৃহটি পতিত হলো আর যা ক্ষতি হয়েছে তা অগণিত।’
যারা মসিহের কথা শুনলেন তারা মুগ্ধ হয়ে গেলেন। ক্ষুদ্র বা বিশেষ নয় অথবা বিশাল বক্তব্য কোনো জ্ঞানীর পরিচয় হতে পারে না। তাহলে জ্ঞানীর পরিচয় কি হতে পারে?
উপায় একটি আছে যার দ্বারা তুমি বুঝতে পারবে আসলে সে জ্ঞানী ব্যক্তি কিনা বা অন্যকিছু। যদি তোমার কাছে কিতাবুল মোকাদ্দস থেকে থাকে তবে অনুগ্রহ করে পাঠ করো (মথি ৭ : ২৪)। মথি ৭ অধ্যায় ২৪ আয়াত দুটি শব্দের দ্বারা এ বিতর্কিত প্রশ্নের ফয়সালা দিয়েছে। কে জ্ঞানী?
তোমার জবাবসহ আমার সাথে যোগাযোগ করো। তুমি কি অংশ গ্রহণ করতে চাও?
আর মসিহের শিক্ষার আলোকে তুমি জ্ঞানী কিনা তা ভেবে দেখো।
(শ্রবণ ও বাস্তবায়ন)
লোকবলঃ ভাষ্যকার, বালিকা, বালক, মসীহ
© Copyright: CEF Germany