STORIES for CHILDREN by Sister Farida(www.wol-children.net) |
|
Home عربي |
Home -- Bengali -- Perform a PLAY -- 062 (Finally at the goal 2) This page in: -- Albanian -- Arabic? -- Armenian -- Aymara -- Azeri -- BENGALI -- Bulgarian -- Cebuano -- Chinese -- English -- Farsi -- French -- Fulfulde -- German -- Greek -- Guarani -- Hebrew -- Hindi -- Indonesian -- Italian -- Japanese -- Kazakh -- Korean -- Kyrgyz -- Macedonian -- Malayalam? -- Platt (Low German) -- Portuguese -- Punjabi -- Quechua -- Romanian -- Russian -- Serbian -- Slovene -- Spanish-AM -- Spanish-ES -- Swedish -- Swiss German? -- Tamil -- Turkish -- Ukrainian -- Urdu -- Uzbek
নাটক -- আপনার বন্ধুদের জন্য সঞ্চালন করুন !!
শিশুদের সঞ্চালন জন্য নাটক
62. শেষতক লক্ষবিন্দুতে উপস্থিত-২প্রাশ্চ্যের পন্ডিতগণ ব্যর্থ মনোরথ হয়ে জেরুজালেমের রাজপ্রসাদ থেকে ফিরে গেলেন। সেখানে নবজাত রাজার খোঁজ করার জন্য এসেছিলেন। তারা রাজাকে প্রণতি জানাতে ও তাঁকে নিজেদের প্রভু হিসেবে বরণ করার জন্য এসেছিলেন। কিন্তু তারা জেরুজালেমে তাকে খুঁজে পেলেন না। যখন তারা শহর ত্যাগ করলেন তখন রাত হয়ে পড়েছিল। ১ম পন্ডিত: ‘রাজা হেরোদ অস্থির হলো কেন?’ ২য় পন্ডিত: ‘কখন যে তারকাটি দেখা দিয়েছিল তা সঠিকভাবে জানার তার মূল কারণ কি ছিল?’ ১ম পন্ডিত: ‘এটা আবার বলছি! তারকাটি জানান দিল কখন ইহুদিদের রাজার জন্ম হলো।’ বেবিলনের লোকজন তারকাটি দেখতে পেয়ে বড়ই আনন্দিত হয়েছিল। মনে কর! তারকাটি তাদের অগ্রে অগ্রে তাদের পরিচালনা করে বেথেলহেম পর্যন্ত নিয়ে গেল। একটি বিশেষ ঘরের উপর এসে দাঁড়িয়ে গেল। কেননা উক্ত গৃহে মরিয়ম ও ইউসুফ শিশু মসিহকে নিয়ে বাস করতেন। আদমশুমারির পরে তথায় তারা একটা গৃহ পেলেন এবং বসবাস শুরু করলেন। ততক্ষণে অন্য যারা সেখানে এসেছিলো আদমশুমারি সমাপ্ত হলে তারা নিজ নিজ এলাকায় ফিরে গেল। পন্ডিতগণ তাদের অনুসন্ধান প্রক্রিয়ার শেষ প্রান্তে এসে হাজির হলেন। তারা উক্ত ঘরের মধ্যে প্রবেশ করে মরিয়ম ও ইউসুফকে দেখতে পেলেন। তারা নিজেদের চোখে শিশু মসিহকে দেখতে পেলেন, খোদা যাকে রাজা হিসেবে প্রেরণ করেছিল। আশ্চর্যের বিষয়, তারা শিশু মসিহকে আভূমি নত হয়ে প্রণতি জানালেন। তারা নিজেদের মসিহের পক্ষে যুক্ত হতে চাইলেন। মসিহ তাদের জীবনের রাজা হবেন এ বাসনা প্রকাশ করলেন। মসিহ কি তোমাদের জীবনেও রাজা হতে পেরেছেন? তোমাদের জীবনের রাজা হিসেবে তোমাদের পরিচালনার প্রার্থনা কি করেছো? এ জগতে মসিহ ব্যতিত কেউ নেই যিনি আমাদের জীবনে রাজা হতে পারেন। পন্ডিতগণ মসিহের রাজ্যে অন্তর্ভুক্ত হলেন। তারা তাদের উপহার সামগ্রী খুলে মসিহের কাছে দিলেন আর তা দিতে পেরে বড়ই কৃতজ্ঞ হলেন। স্বর্ণ, মূল্যবান সুগন্ধিদ্রব্য ও পোড়াবার সুগন্ধি, ধুপ অনন্তকালের রাজার কাছে সমর্পণ করলেন। উপহার সামগ্রীর মধ্যে সবচেয়ে মুল্যবান উপহার হলো আমাদের জীবন, আর তাই আমরা অনন্ত রাজাকে অর্পণ করি। যে কেউ নিজেদের জীবন মসিহের কাছে দান করেন তার জন্য রয়েছে অনন্ত পুরষ্কার । লোকবল: ভাষ্যকার, দুইজন পন্ডিত ব্যক্তি © Copyright: CEF Germany |